Advertisement
১৭ মে ২০২৪

শিলিগুড়ির মুখ এখন ঋদ্ধি

‘প্রিন্স অফ শিলিগুড়ি’ এ বার হবেন শহরের মুখ। ‘এই শহর আপনার, আমারও’, এই কথা বলেই শিলিগুড়ির বাসিন্দাদের সচেতন করবেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা, শহর শিলিগুড়ি যাঁকে ‘পাপালি’ বলেই চেনে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০২:১৯
Share: Save:

‘প্রিন্স অফ শিলিগুড়ি’ এ বার হবেন শহরের মুখ। ‘এই শহর আপনার, আমারও’, এই কথা বলেই শিলিগুড়ির বাসিন্দাদের সচেতন করবেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা, শহর শিলিগুড়ি যাঁকে ‘পাপালি’ বলেই চেনে। পরিষ্কার পরিচ্ছন্নতা, প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখা এবং ডেঙ্গির মতো রোগ প্রতিরোধে সচেতনতা গড়তে শিলিগুড়ি পুরসভার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ করা হয়েছে ঋদ্ধিমানকে। তাঁর সঙ্গে কথা বলে শুক্রবার এ কথা জানান শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

জানা গিয়েছে, প্রচারে হোর্ডিং, ব্যানারে থাকবে সম্প্রতি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে ঋদ্ধিমানের বিখ্যাত ক্যাচ নেওয়ার ছবি। যা নিয়ে ‘ঋদ্ধিমান সুরপারম্যান’ এ কথা মুখে মুখে ফিরেছে। অশোকবাবু বলেন, ‘‘ঋদ্ধিমান আমাদের পুরসভার প্রচারের মুখ। শহর পরিষ্কার রাখতে, প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখতে এবং ডেঙ্গির মতো রোগ প্রতিরোধে সচেতনতা প্রচারে তাঁকে পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে। তাঁর সঙ্গে কথা বলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

পুরসভা সূত্রেই জানানো হয়েছে, ১০ এপ্রিল দীনবন্ধু মঞ্চে সভা করে প্রচার অভিযান শুরু করা হবে। তিন মাস লাগাতার প্রচার কর্মসূচি, শহর পরিষ্কার রাখতে, প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখতে অভিযান হবে। যে সভার মধ্য দিয়ে এই অভিযান শুরু হবে সেখান থেকেই ঋদ্ধিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার বিষয়টি তুলে ধরা হবে। ঋদ্ধিমানের ছবির সঙ্গে সেখানে থাকবে স্লোগানও। শিলিগুড়ির বাসিন্দা ঋদ্ধিমানকে নিয়ে তরুণ প্রজন্ম, ক্রীড়াপ্রেমীরা তো বটেই সাধারণ নাগরিকদের মধ্যেও প্রবল উৎসাহ রয়েছে। তাই এ বার তাঁকে শহরের স্বার্থে কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইছেন পুর-কর্তৃপক্ষ। নিজের শহরে সচেতনতা প্রচারের কাজে তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার প্রস্তাব দেওয়াতে পাপালি এক কথাতেই
রাজি হয়েছেন বলে তাঁর প্রশংসা করেন অশোকবাবু।

আপাতত ঠিক হয়েছে শহরে ঋদ্ধিমানের ছবি দেওয়া শতাধিক হোর্ডিং শহরের বিভিন্ন জায়গায় লাগানো হবে। বড় হোর্ডিংয়ের সঙ্গে বাতিস্তম্ভে লাগানোর জন্য ছোট হোর্ডিং, ব্যানারও থাকবে। হাসমি চক, তেনজিং নোরগে বাস টার্মিনাস, নিউ জলপাইগুড়ি স্টেশন, মাল্লাগুড়ি মোড়-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হোর্ডিং থাকবে। বাজারে প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে প্রচারেও হোর্ডিং থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wriddhiman Saha Siliguri Municipal Corporation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE