Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মিছিলের জেরে পরোয়ানা সাংসদ, ছাত্রনেতার নামে

ছাত্র-মৃত্যুর ঘটনার প্রতিবাদে কলকাতার রাস্তায় মিছিল করার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি হল বাম ছাত্র ও যুব নেতাদের বিরুদ্ধে! তাঁদের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত জমা পড়ে গিয়েছে! অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজ্যসভার সিপিএম সাংসদ তথা এসএফআইয়ের সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। শুধু মিছিল করার দায়ে সাংসদ হিসাবে এই নিয়ে তিনটি মামলায় অভিযুক্ত হতে হল তাঁকে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ায় মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন অভিযুক্ত ছাত্র ও যুব নেতারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩২
Share: Save:

ছাত্র-মৃত্যুর ঘটনার প্রতিবাদে কলকাতার রাস্তায় মিছিল করার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি হল বাম ছাত্র ও যুব নেতাদের বিরুদ্ধে! তাঁদের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত জমা পড়ে গিয়েছে! অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজ্যসভার সিপিএম সাংসদ তথা এসএফআইয়ের সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। শুধু মিছিল করার দায়ে সাংসদ হিসাবে এই নিয়ে তিনটি মামলায় অভিযুক্ত হতে হল তাঁকে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ায় মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন অভিযুক্ত ছাত্র ও যুব নেতারা।

বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সভা থেকে ফেরার পথে গত জানুয়ারিতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে খুন হয়েছিলেন এসএফআই কর্মী সৈফুদ্দিন মোল্লা। ঘটনার পর দিন, ২০ জানুয়ারি কলকাতায় একটি প্রতিবাদ মিছিল হয়েছিল। তার পরে ২ এপ্রিল এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রথম বর্ষপূর্তির দিন ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলেজ স্কোয়ারে সমাবেশ হয়েছিল। সেখানেও প্রধান বক্তা ছিলেন সূর্যবাবু। সমাবেশের পরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিল বাম ছাত্র সংগঠনগুলি। ওই দুই মিছিলের জন্য ছাত্র ও যুব নেতাদের বিরুদ্ধে ১৪৩, ১৪৯ ও ২৮৩ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বেআইনি জমায়েত, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ এবং পথ অবরোধের।

প্রথম ঘটনায় অভিযুক্ত সাংসদ ঋতব্রত, এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস ও রাজ্য সভানেত্রী মধুজা সেন রায়। মিছিলে হাঁটায় অভিযোগ আনা হয়েছে ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব মজুমজারের বিরুদ্ধেও। দ্বিতীয় ঘটনায় ঋতব্রত, দেবজ্যোতির সঙ্গেই অভিযুক্ত সিপিএম নেতা গৌতম দেবের পুত্র, এসএফআইয়ের সপ্তর্ষি দেব, এআইএসএফের পার্থ মুখোপাধ্যায়, পিএসইউয়ের মৃন্ময় সেনগুপ্ত এবং ছাত্র ব্লকের বিশ্বজিৎ মাইতি। বিষয়টি নিয়ে পুলিশ-কর্তারা কেউ মন্তব্য করতে চাননি। তবে পুলিশ সূত্রে বলা হয়েছে, দু’টি মিছিলেরই অনুমতি ছিল না। যদিও ছাত্র নেতাদের দাবি, পুলিশকে জানিয়েই তাঁরা মিছিল করেছিলেন। এর আগে কামদুনি-কাণ্ডের প্রতিবাদ মিছিলের জন্যও একই ভাবে মামলা হয়েছিল। জামিন নেওয়ার পরে দেবজ্যোতি এ দিন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর প্রতিবাদীদের ধরে ধরে মামলা দেওয়া হচ্ছে! রাস্তাই এর প্রতিবাদের একমাত্র রাস্তা।” ধূপগুড়িতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আজ, বুধবার ও কাল, বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রতিবাদে নামছে এসএফআই। ছাত্র নেতারা দেখতে চান, এর জন্য আবার নতুন মামলা রুজু হয় কি না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE