Advertisement
০৮ মে ২০২৪

প্রদেশ কংগ্রেসের দায়িত্বে অধীরই

কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া অক্টোবর মাসের মধ্যে শেষ হবে। জাতীয় স্তরেই তৃণমূল ও কংগ্রেসের বোঝাপড়ার বিষয়টি খুবই স্পষ্ট।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০৪:৩১
Share: Save:

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে এখনই অধীর চৌধুরীকে সরানো হচ্ছে না। আজ রাহুল গাঁধীর সঙ্গে দেখা করলে অধীরকে তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে সবুজ সঙ্কেত দেন। ১০ অক্টোবর ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে অধীর প্রদেশ কংগ্রেসের বৃহত্তর আন্দোলন শুরু করতে চলেছেন। এর পর নভেম্বর মাসে হাওড়া শিল্পাঞ্চলে, ডিসেম্বরে জঙ্গল মহলে গিয়ে শিল্প গড়ার দাবিতে অধীরের নেতৃত্বে কংগ্রেস আন্দোলনে নামতে চলেছে।

কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া অক্টোবর মাসের মধ্যে শেষ হবে। জাতীয় স্তরেই তৃণমূল ও কংগ্রেসের বোঝাপড়ার বিষয়টি খুবই স্পষ্ট। তাই প্রশ্ন উঠেছে, তবে কি অধীরকে সরিয়ে এমন কাউকে প্রদেশ সভাপতি করা হবে, যিনি তৃণমূল বিরোধী আন্দোলনকেই স্তব্ধ করে দেবেন? যেমন তৃণমূলের

সমর্থন নিয়ে প্রদীপ ভট্টাচার্য রাজ্যসভায় জিতেছেন। তাই তাঁর মতো কোনও নেতাকে সভাপতি করা হলে প্রদেশ কংগ্রেসের পক্ষে তৃণমূল-বিরোধী আন্দোলন করা অসম্ভব হয়ে পড়বে।

কিন্তু রাহুল গাঁধী আজ অধীরবাবুকে বুঝিয়ে দিয়েছেন যে জাতীয় স্তরে মোদী বিরোধী মঞ্চ গঠনের জন্য তৃণমূলের সঙ্গে বোঝাপড়া যাই হোক না কেন, রাজ্যস্তরে এই মুহূর্তে কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করে যাবে। অধীর রাহুলের কাছে প্রস্তাব দিয়েছেন, রাজ্যের বিভিন্ন নেতারা তাঁদের

পছন্দ মতো জেলা নির্বাচন করে সেখানে সাংগঠনিক কাজ শুরু করতে পারেন। এ ব্যাপারে তিনি রাজ্য নেতাদের সঙ্গে কথা বলবেন এবং একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবেন। এমনকী অধীর রাহুলের কাছে এ-ও প্রস্তাব দিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে তিনি সভাপতির পদ ছাড়তেও রাজি। যদিও রাহুল ওই প্রস্তাব নাকচ করে দেন। তবে বিভিন্ন জেলায় নেতাদের মিলেমিশে দায়িত্ব বন্টন করে কাজ করার প্রস্তাব যে অধীর দিয়েছেন, তা পছন্দ হয়েছে রাহুলের। অধীরবাবু বলেন, ‘‘বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। কিন্তু কংগ্রেস কখনই ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করে এগোবে না। পশ্চিমবঙ্গে কেন শিল্প হচ্ছে না, চাকরি হচ্ছে না, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য দেখা দিচ্ছে— এগুলিই আন্দোলনের বিষয় হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Ranjan Chowdhury Congress West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE