Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হুঁশিয়ারি কৈলাসের

এলগিন রোডে রবিবার দলীয় সভায় কৈলাস নারদ, সারদা, রোজভ্যালি-কাণ্ডের দিকে ইঙ্গিত করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ ভারত গড়ার ডাক দেন। আর রাজ্য সরকার এবং মমতাজি মোদীজির বিরোধিতা করছেন! কেন? ওঁরা কি দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ দেশ চান না?’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ০৪:০৮
Share: Save:

নারদ কেলেঙ্কারির তদন্তে নাম জড়ানো তৃণমূলের তিন মন্ত্রীকে গত সপ্তাহেই ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। স্বাভাবিক ভাবেই এতে তৃণমূলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। এই সময়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ফের বললেন, ‘‘আমরা সরকার গড়ব। আর মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন জেলে যাবেন।’’

এলগিন রোডে রবিবার দলীয় সভায় কৈলাস নারদ, সারদা, রোজভ্যালি-কাণ্ডের দিকে ইঙ্গিত করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ ভারত গড়ার ডাক দেন। আর রাজ্য সরকার এবং মমতাজি মোদীজির বিরোধিতা করছেন! কেন? ওঁরা কি দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ দেশ চান না?’’ এর পরেই কৈলাসের ব্যাখ্যা, ‘‘মমতাজি যতই সাদা শাড়ি আর চপ্পল পরুন, ওঁর ভাই-ভাতিজা কত কোটির দুর্নীতি করেছে, জানেন? উনি আসলে নিজের ভাই-ভাতিজাদের মজবুত করতে চান। কিন্তু মানুষ সব ঢং বুঝে ফেলেছে। ফলে ঢঙের সরকার আর চলবে না।’’

জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা বারবারই বলছি, বিজেপি অফিসই হচ্ছে সিবিআইয়ের কার্যালয়। ক্ষমতায় আসতে বিজেপি যে সিবিআইকে ব্যবহার করছে, তা তাদের নেতাদের মন্তব্যে বারবার প্রমাণিত হচ্ছে।’’ কৈলাস, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখের উপস্থিতিতে ওই সভায় বাবান ঘোষ নামে আইএনটিটিইউসি-র এক কর্মী এবং মেটিয়াবুরুজ-গার্ডেনরিচ এলাকার কিছু সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kailash Vijayvargiya Mamata Banerjee BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE