Advertisement
১৭ মে ২০২৪

দুর্ঘটনার পরে শামিকে ফোন, উদ্বেগে হাসিন

রবিবার সকালে মহম্মদ শামির দুর্ঘটনার খবর যেন অনেকটাই বরফ গলিয়েছে। এ দিন সন্ধ্যায় হাসিন কাটজুনগরের বাড়ি থেকেই বলে দিলেন, ‘‘শামির কোনও ক্ষতি হোক আমি চাই না। ওর সঙ্গে আমার তো কোনও চরম শত্রুতা নেই।’’

হাসিন জাহান।

হাসিন জাহান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৮ ০৪:০৩
Share: Save:

গত তিন সপ্তাহে কাজ করেনি কোনও শান্তি-প্রক্রিয়াই। দুই পরিবারের উদ্যোগ, আইনজীবীর প্রচেষ্টা, স্বয়ং মহম্মদ শামির ফোন— কোনও কিছুতেই কাছাকাছি আনা যায়নি ভারতীয় পেসার শামি এবং তাঁর স্ত্রী হাসিন জাহান-কে। সব প্রচেষ্টাকেই উড়িয়ে দিয়ে শামি পত্নী বলেছিলেন, ‘‘সমঝোতার কোনও রাস্তাই নেই। লড়াই থেকে পিছিয়ে আসব না কোনও মতেই।’’

কিন্তু রবিবার সকালে মহম্মদ শামির দুর্ঘটনার খবর যেন অনেকটাই বরফ গলিয়েছে। এ দিন সন্ধ্যায় হাসিন কাটজুনগরের বাড়ি থেকেই বলে দিলেন, ‘‘শামির কোনও ক্ষতি হোক আমি চাই না। ওর সঙ্গে আমার তো কোনও চরম শত্রুতা নেই। শামি যন্ত্রণায় ছটফট করলে আমি কখনও-ই ভাল থাকতে পারি না। ও দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনাই করছি আল্লাহ-র কাছে।’’

কথা বলতে-বলতে গলা বুজে আসে হাসিনের। বলেন, ‘‘গত দু’বছর ধরে শামি আমার সঙ্গে ভাল ব্যবহার করত না। আমাকে অন্ধকারে রেখে একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়েছিল। আমার লড়াই তার বিরুদ্ধেই। ব্যক্তি মহম্মদ শামির বিরুদ্ধে নয়।’’ সঙ্গে অভিমানী গলায় জুড়ে দেন, ‘‘আলিশবা, মঞ্জু-সহ ওর সেই বান্ধবীরা আজ ওর খবর নিয়েছে কি না জানা নেই। তবে আমি কিন্তু সারা দিন বেশ উৎকণ্ঠাতেই ভুগেছি। দু’বার ফোনে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু ফোন বন্ধ ছিল। বিকেলে টিভি থেকে জানলাম, শামি আপাতত বিপন্মুক্ত। তাতে কিছুটা চিন্তা কমেছে।’’

যাঁকে নিয়ে হাসিনের এত চিন্তা-উৎকণ্ঠা, সেই মহম্মদ শামি গত কয়েক দিন দেহরাদূন-এ বাংলা ও ভারতীয় ‘এ’ দলের ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন-এর অ্যাকাডেমিতে অনুশীলন করছিলেন। রবিবার সকাল ছ’টার সময় সেখান থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেন তিনি। কারণটা অবশ্যই তাঁর আইপিএল টিম দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে অনুশীলনে নেমে পড়া।

কিন্তু দেহরাদূন শহর ছেড়ে জাতীয় সড়কে ওঠার মুখেই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় শামির গাড়ির। যদিও এই গাড়িটি শামির কি না তা জানা যায়নি। অসমর্থিত সূত্রের খবর, গাড়িটি নাকি শামির এক বন্ধুর। ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার সময় শামি চালকের আসনে না থাকায় বড়সড় কোনও আঘাত পাননি। তবে মাথায়, কপালে ও হাতে আঘাত পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কপালে ন’টি সেলাই পড়ে তাঁর। অভিমন্যুর বাবা আর পি ঈশ্বরন জানিয়েছেন, ‘‘শামি আপাতত সুস্থ ও নিরাপদে রয়েছে। হাসপাতালে থেকে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন শামিকে।’’ জানা গিয়েছে, রবিবার দেহরাদূন-এ থাকবেন শামি। সোমবার সুস্থ বোধ করলে দিল্লি ফিরবেন। মঙ্গলবার বা বুধবার থেকে নেমে পড়বেন অনুশীলনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE