Advertisement
২৬ এপ্রিল ২০২৪

১৩৫ কলেজে ছাত্র ভর্তির হিসেব তলব

কোন বিষয়ে কত আসন, গত কয়েক বছরে তাতে কত পড়ুয়া ভর্তি হয়েছেন, ১৩৫টি কলেজের কাছে তার সবিস্তার রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০৩:১০
Share: Save:

কোন বিষয়ে কত আসন, গত কয়েক বছরে তাতে কত পড়ুয়া ভর্তি হয়েছেন, ১৩৫টি কলেজের কাছে তার সবিস্তার রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয়। বুধবার এক বৈঠকে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। সহ-উপাচার্য (শিক্ষা) স্বাগত সেন বলেন, ‘‘দু’-এক দিনের মধ্যেই কলেজগুলির কাছে রিপোর্ট পেশের নির্দেশ পাঠানো হবে। সময়সীমা ১৫ এপ্রিল। যে-সব তথ্য জানতে চাওয়া হবে, ওই সময়ের মধ্যে তা না-পাঠালে সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা নেওয়া হবে।’’

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেই সম্প্রতি অভিযোগ তুলেছেন, কলেজে নিয়ম ভেঙে বাড়তি ছাত্র ভর্তি করা হচ্ছে এবং তাতে অর্থের লেনদেন চলছে। তিনি মন্তব্য করেন, এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তদন্ত করা উচিত। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ এই অনিয়ম বন্ধে তৎপর না-হলে কত আসনে কত ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে, সার্কুলার জারি করে তার সবিস্তার তথ্য জানতে চাওয়া হতে পারে বলে জানান মন্ত্রী। তার পরেই নড়ে চড়ে বসেন কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ভর্তির বিষয়ে কলেজগুলির কাছে একটি প্রশ্নাবলি পাঠানো হবে। গত কয়েক বছরে কোন কোন বিষয়ে কত আসন শূন্য ছিল এবং কত পড়ুয়া ভর্তি হয়েছিলেন, তার খতিয়ান চাওয়া হবে কলেজের কাছে। নির্দিষ্ট আসনের থেকে বেশি পড়ুয়া ভর্তি করা হয়ে থাকলে কোন পরিস্থিতিতে কেন সেটা করা হয়েছিল, তার ব্যাখ্যাও তলব করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Student enrollment College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE