Advertisement
২৭ এপ্রিল ২০২৪

প্রমাণ নেই সুদীপ টাকা নিয়েছেন, বলেছে হাইকোর্ট

অসুস্থতা একটা বড় কারণ ঠিকই। কিন্তু রোজ ভ্যালি থেকে তিনি সরাসরি টাকা নিয়েছেন, সিবিআই এমন প্রমাণ দেখাতে পারেনি বলেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছে ভুবনেশ্বর হাইকোর্ট।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০১৭ ০২:৫০
Share: Save:

অসুস্থতা একটা বড় কারণ ঠিকই। কিন্তু রোজ ভ্যালি থেকে তিনি সরাসরি টাকা নিয়েছেন, সিবিআই এমন প্রমাণ দেখাতে পারেনি বলেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছে ভুবনেশ্বর হাইকোর্ট। শুক্রবার, গ্রেফতার হওয়ার ১৩৬ দিন পরে তৃণমূল সাংসদের জামিন মঞ্জুর করতে গিয়ে হাইকোর্ট বলেছে, রোজ ভ্যালির টাকায় সুদীপবাবু ঘোরাঘুরি করেছেন, এমন তথ্য দিয়েছে সিবিআই। কিন্তু রোজ ভ্যালি থেকে তিনি সরাসরি টাকা নিয়েছেন, এমন কোনও প্রমাণ তারা দেখাতে পারেনি।

সুদীপবাবুর জামিনের নির্দেশ এ দিন খুরদায় সিবিআইয়ের বিশেষ আদালতে জমা দেওয়া হয়। সন্ধ্যায় ওই নিম্ন আদালত থেকে জামিনের কাগজপত্র খুরদা জেলে পৌঁছে গিয়েছে। কিন্তু রাত হয়ে যাওয়ায় আর কাজ এগোয়নি। সুদীপবাবু এখন ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ঘনিষ্ঠরা চেয়েছিলেন শনিবারই কলকাতা ফিরে আসুন সাংসদ। কিন্তু জেল থেকে জামিন সংক্রান্ত নির্দেশ আজ, রবিবারের আগে হাসপাতালে পৌঁছবে না। ফলে সব ঠিক থাকলে আজ কলকাতা ফিরতে পারেন সুদীপবাবু।

শুক্রবার রাতের বিমান বিভ্রাটের পরে এ দিন সকালে ভুবনেশ্বরে পৌঁছন সুদীপবাবুর স্ত্রী তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে নয়না জানান, চিকিৎসকেরা বলেছেন সুদীপের আরও ভাল চিকিৎসার প্রয়োজন। তার জন্য কলকাতায় গেলেই সুবিধা হবে। ২০১৪ সালে অগ্ন্যাশয়ের অসুখ ধরা পড়েছিল সুদীপের। তখন থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে রয়েছেন তিনি। সম্প্রতি হৃদ্‌রোগও ধরা পড়েছে তাঁর। নয়নার কথায়, ‘‘সুদীপ সহজে আবেগের বশবর্তী হয় না। তবে এখন ও খুবই দুর্বল। ও বলেছে, চিকিৎসার ব্যাপারে আমি যা সিদ্ধান্ত নেব তাই হবে। ওর জামিনে আমি খুশি, তবে এখনও অনেক লড়াই বাকি।’’

বস্তুত, ভুবনেশ্বর হাইকোর্টের জামিনের নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে সোমবারই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। সেখানে তাদের মোকাবিলার তোড়জোড় শুরু হয়েছে সুদীপবাবুর আইনজীবী মহলেও।

সুদীপবাবুর জামিনকে এ দিন কটাক্ষ করেছেন বিজেপির সাধারণ সম্পাদক তথা এ রাজ্যে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। হাওড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘চিট ফান্ডের টাকা খাওয়া এক জন লোক জামিন পেয়েছেন, তাই নিয়ে উন্মাদনা দেখে হাসি পাচ্ছে। তবে চিন্তা নেই, রাজ্যের নেতা-মন্ত্রীদের অর্ধেকই জেলে থাকবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE