Advertisement
১৯ মে ২০২৪

টোটো-ভ্যানোর বিষয় খতিয়ে দেখতে মমতার নির্দেশ শুভেন্দুকে

বেআইনি ভ্যানো ও টোটো নিয়ে হাইকোর্টের নির্দেশ মেনেও কী ভাবে ওই পেশায় যুক্ত মানুষদের জন্য কিছু একটা ব্যবস্থা করা যায়, তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রশাসনিক বৈঠকে তিনি এ ব্যাপারে পরিবহণ দফতরের কর্তাদের টোটো-ভ্যানোর বিষয়টি নিয়ে জানতে চান। এর পরেই তিনি পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি নিয়ে আলোচনা করার নির্দেশও দেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ২০:১২
Share: Save:

বেআইনি ভ্যানো ও টোটো নিয়ে হাইকোর্টের নির্দেশ মেনেও কী ভাবে ওই পেশায় যুক্ত মানুষদের জন্য কিছু একটা ব্যবস্থা করা যায়, তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রশাসনিক বৈঠকে তিনি এ ব্যাপারে পরিবহণ দফতরের কর্তাদের টোটো-ভ্যানোর বিষয়টি নিয়ে জানতে চান। এর পরেই তিনি পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি নিয়ে আলোচনা করার নির্দেশও দেন। পরিবহণ দফতর সূত্রে খবর, বৈঠক শেষ হওয়ার পরে দফতরের শীর্ষকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন মন্ত্রী।

পরে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশ আমরা জানি। কিন্তু আমাদের টোটোর সঙ্গে জুড়ে থাকা পরিবারগুলির কথাও তো ভাবতে হবে। আমি দফতরকে বলেছি, বিষয়টি দেখতে।’’ সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলার শুনানির সময়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করে দেন। ওই কমিটিকে আগামী ১০ জুনের মধ্যে জানাতে হবে টোটো-ভ্যানোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে। ইতিমধ্যেই এ ব্যাপারে দু’দফায় বিষয়টি নিয়ে বৈঠক করেছেন মুখ্যসচিবও।

আরও পড়ুন- চাবাহারের ধাঁচে বাংলাদেশেও বন্দর তৈরি করবে ভারত, জানালেন গড়কড়ি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toto-Vano: Mamata Orders Shuvendu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE