Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2024

কাউন্সিলরকে কাজে বাধা! প্রতিবাদে অনশন, ভোটের মুখে গোষ্ঠী দ্বন্দ্বে নাজেহাল উত্তর কলকাতা

কাউন্সিলরকে না জানিয়েই তৈরি নতুন নির্বাচনী কার্যালয়! অভিযোগ দলের মধ্যে এ কাজ করিয়েছেন স্বয়ং বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ক্ষোভের কথা বিদায়ী সাংসদকে জানিয়েও লাভ হয়নি, তাই অনশনে ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: শীর্ষেন্দু

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২০:০৩
Share: Save:

কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ড। উত্তর কলকাতার শিয়ালদহ এলাকার এই ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ নির্বাচনে কাজ করতে চান সমস্ত কাউন্সিলর। ভোট আসতেই তাঁকে আর কাজ করতে দেওয়া হচ্ছে না। এলাকাতে তাঁকে না জানিয়েই তৈরি হয়েছে নতুন নির্বাচনী কার্যালয়। কাউন্সিলরের অভিযোগ সবটাই হয়েছে বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মদতে। এদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এলাকার ওয়ার্ড সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE