Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Kali Puja 2023

সিদ্ধেশ্বরীর পুজো করে কবিগানের লড়াইয়ে যেতেন কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি

কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির নামানুসারে এই কালীমন্দিরের নাম ফিরিঙ্গি কালীবাড়ি।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৩:৫৩
Share: Save:

৫০০ বছর আগে বর্তমান মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ ছিল শ্মশান। ৯০৫ খ্রিস্টাব্দে এখানে প্রতিষ্ঠিত হয় একটি শিবমন্দির। শুরু হয় শিবলিঙ্গে পুজো। তখন মধ্য কলকাতায় এই শিবমন্দিরের পিছনেই ছিল পর্তুগিজ সাহেব অ্যান্টনির মামাবাড়ি। স্ত্রী সৌদামিনিকে নিয়ে এখানে এসে থাকতেন অ্যান্টনি সাহেব। পরে স্ত্রী সৌদামিনির কথাতেই শিবলিঙ্গের পাশে সিদ্ধেশ্বরীর মূর্তি স্থাপন করেন তিনি। কবিয়াল হিসাবে খ্যাতি অর্জনের পরেও এই মন্দিরে আসতেন অ্যান্টনি ফিরিঙ্গি। জনশ্রুতি রয়েছে, কবিগানের লড়াইয়ে যাওয়ার আগে অ্যান্টনি ফিরিঙ্গি নিজে এই কালীবাড়িতে এসে পুজো করে যেতেন। তাঁর নামানুসারেই লোকমুখে এই কালীমন্দির পরিচিতি পায় ফিরিঙ্গি কালীবাড়ি নামে। কলকাতার এই ফিরিঙ্গি কালীবাড়িতে দই এবং রাবড়ি ভোগ ছাড়া পুজোই হয় না। কালীপুজোর পরের দিন রয়েছে অন্নকূটের চলও। এখন এই মন্দিরের সেবায়েতের ভূমিকায় রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE