Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Sandwitch

রং নাই বা খেললেন, দোলের দিন রঙের উদযাপন হোক রঙিন রেসিপি বানিয়ে

আপনিও চাইলে সময়ে অসময়ে খাবারের প্লেটে রামধনু নামিয়ে আনতে পারেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে সাহায্য নিতে পারেন।

sandwitch

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৪ ২৩:৪৮
Share: Save:

রঙের উৎসবের উদযাপন কি রং মেখেই করতে হবে। নিজে রং নাই বা মাখলেন, রঙিন কিছু বানিয়েও তো রঙের উৎসব পালন করা যায়! এক কেক- পাউরুটির রাঁধুনি বা বেকার দেখিয়ে দিলেন কী ভাবে রং না খেলেই রঙিন মুহূর্তের সাক্ষী হওয়া যায়।

দোলের দিন স্যান্ডউইচ খেতে চাওয়া স্বামীকে তিনি চমকে দিলেন চার রঙের স্যান্ডউইচ বানিয়ে। সাদা পাউরুটির মধ্যে বেগনি, লাল , হলুদ আর সবুজ রঙের সেই আঁকিবুকি দেখলে নিখুঁত শিল্প কর্ম বলে ভ্রম হতেও পারে।

তবে স্যান্ডউইচের রঙের বিস্ফোরণ এখানেই থামেনি। চার রঙের স্যান্ডউইচ-এর মাঝে পড়েছে আরও নানা রঙের পুর। টুকটুকে লাল টমেটো থেকে শুরু করে, নীলচে সস, হলুদ রঙের চিজ। সব মিলিয়ে একে রামধনু স্যান্ডউইচ বললেও এক ফোঁটা বাড়িয়ে বলা হবে না।

আপনিও চাইলে সময়ে অসময়ে খাবারের প্লেটে রামধনু নামিয়ে আনতে পারেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে সাহায্য নিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sandwitch Holi 2024 Food
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE