Advertisement
১৭ মে ২০২৪
landslide at Haroa

গুরুত্বপূর্ণ রাস্তায় ধস, আতঙ্ক গ্রামে

হাড়োয়া ব্লকের অন্তর্গত কুলটি অঞ্চলের সমসপুর এলাকার প্রধান রাস্তার পাশেই বাগজোলা খাল।

ধস নেমেছে রাস্তার পাশে।

ধস নেমেছে রাস্তার পাশে। ছবি: নির্মল বসু।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০৮:২০
Share: Save:

এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় প্রায় এক কিলোমিটার অংশে ধস নেমে গিয়েছে। যে কোনও সময়ে রাস্তা তলিয়ে যেতে পারে খালে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় দশটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা।

হাড়োয়া ব্লকের অন্তর্গত কুলটি অঞ্চলের সমসপুর এলাকার প্রধান রাস্তার পাশেই বাগজোলা খাল। মাস কয়েক আগে সেচ দফতরের উদ্যোগে খাল সংস্কারের জন্য পাড় থেকে মাটি কাটা হয়েছিল। আর এই খাল সংস্কার করতেই ঘটে গেল বিপত্তি। সমসপুর এলাকার রাস্তার প্রায় এক কিলোমিটার অংশে ধস নামে। কুলটি, কামারগাঁথি-সহ প্রায় দশটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা এই রাস্তা দিয়ে প্রতি দিন যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে কামারগাঁথি হাই স্কুল সহ দু’টি স্কুলের কয়েকশো পড়ুয়া যাতায়াত করে।

স্থানীয়দের দাবি, যে কোনও সময়ে গোটা রাস্তা চলে যেতে পারে খালের জলে। জুলফিকার মোল্লা, সঞ্জয় কর্মকার, রতন প্রামাণিক, কল্যাণী দাস নামে এলাকার বাসিন্দারা বলেন, ‘‘খাল সংস্কারের সময়ে রাস্তার পাশ থেকে মাটি কাটা হয়েছিল, সে জন্যই রাস্তায় ধস নেমেছে। পঞ্চায়েতে জানিয়েছি, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সংস্কার না হলে যে কোনও সময়ে রাস্তা পুরোটাই ধসে যাবে।’’

এ প্রসঙ্গে মিনাখাঁর বিধায়ক উষারানি মণ্ডল বলেন, ‘‘সেচ দফতরের সঙ্গে কথা বলছি, যাতে অবিলম্বে সংস্কার করা হয় সেই ব্যবস্থা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

haroa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE