Advertisement
১৮ মে ২০২৪

মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছে শাসক দল, অভিযোগ বিজেপির

তৃণমূল কারও নামে মিথ্যা এফআইআর করলে ভেঙে পড়ার কিছু নেই। বরং তা-ই হবে এক ধরনের শংসাপত্র। বুধবার উত্তর ২৪ পরগনার গোপালনগরের পাল্লায় এক সভায় এসে দলের কর্মীদের এ ভাবেই চাঙ্গা করলেন বিজেপি নেতা জর্জ বেকার।

সভায় জর্জ বেকার।—নিজস্ব চিত্র।

সভায় জর্জ বেকার।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গোপালনগর শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৪ ০১:০৫
Share: Save:

তৃণমূল কারও নামে মিথ্যা এফআইআর করলে ভেঙে পড়ার কিছু নেই। বরং তা-ই হবে এক ধরনের শংসাপত্র। বুধবার উত্তর ২৪ পরগনার গোপালনগরের পাল্লায় এক সভায় এসে দলের কর্মীদের এ ভাবেই চাঙ্গা করলেন বিজেপি নেতা জর্জ বেকার। তিনি বলেন, “ওরা আপনাদের বিরুদ্ধে মিথ্যে এফআইআর করছে। এটাই আপনার সার্টিফিকেট। বুঝবেন, আপনি বাংলাকে বাঁচাতে চাইছেন।” ভালবাসা দিয়ে সকলকে বিজেপির দিকে টেনে আনতে হবে বলেও দলের কর্মীদের পরামর্শ দিয়েছেন অভিনেতা জর্জ।

পুলিশকে ব্যবহার করে শাসক দল একের পর এক মিথ্যা মামলায় বিজেপি নেতা-কর্মীদের ফাঁসিয়ে জেল খাটাচ্ছে এই অভিযোগ তুলে এ দিন বিকেলে বিজেপির তরফে প্রতিবাদ সভা করা হয়। জর্জ বেকার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য রাজ কমল পাঠক, দলের গোপালনগর মণ্ডলের সভাপতি রামপদ দাস, স্থানীয় বিজেপি নেতা স্বপন মজুমদার প্রমুখ।

সভায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, ১৬ দিনের মধ্যে পৃথক তিনটি ঘটনায় গোপালনগরে তাদের কর্মীদের মারধর করে পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় উল্টে তাদের জড়িয়ে দেওয়া হয়েছে। রামপদবাবু বলেন, “এ সব বন্ধ না হলে আমরা মহকুমাশাসকের অফিসের সামনে আমরণ অনশন শুরু করব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

এ দিনের সভায় কয়েকশো মানুষ এসেছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে জর্জ তৃণমূলকেও আক্রমণ করেন। বলেন, “তৃণমূল সব থেকে লম্পটের দল। সব থেকে ঘুষখোরের দল। সব থেকে বদমাইশের দল।” তাঁর কথায়, “এ রাজ্যে সিপিএম ১০টা মিথ্যে বললে তৃণমূল ১০০টা মিথ্যে বলছে। তৃণমূল ছেড়ে অনেকে যে বিজেপিতে যোগ দিচ্ছেন, সে কথাও মনে করিয়ে দেন জর্জ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

false case ruling party bjp claims southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE