Advertisement
১৬ মে ২০২৪
Judge vs Judge in Calcutta HC

এজি-র উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মানহানিকর মন্তব্য? প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের

বিনা প্ররোচনায় বিচারপতি গঙ্গোপাধ্যায় গত ২৫ জানুয়ারি ওই মন্তব্য করেছেন জানিয়ে চিঠিতে লেখা হয়েছে, ‘‘ওই ঘটনাকে পশ্চিমবঙ্গের আইনজীবীদের অপমান বলে আমরা মনে করছি।’’

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৫:৫৯
Share: Save:

মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (এজি) উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবি উঠল। রাজ্যের এজির কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে, এই মর্মে হাই কোর্টে আইনজীবীদের একাংশ চিঠি দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে।

প্রধান বিচারপতিকে লেখা ওই চিঠিতে লেখা হয়েছে, ‘‘এজি-র উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিন্দনীয়, অবমাননাকর এবং মানহানিজনক।’’ বিনা প্ররোচনায় বিচারপতি গঙ্গোপাধ্যায় গত ২৫ জানুয়ারি ওই মন্তব্য করেছেন জানিয়ে চিঠিতে লেখা হয়েছে, ‘‘ওই ঘটনাকে পশ্চিমবঙ্গের আইনজীবীদের অপমান বলে আমরা মনে করছি।’’ এজি-র উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য ‘কলকাতা হাই কোর্টের অবমাননা’ বলেও আইনজীবীদের একাংশের লেখা চিঠিতে প্রধান বিচারপতি শিবজ্ঞানমকে অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় গত ২৪ জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সে দিনই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। পরের দিন অর্থাৎ ২৫ জানুয়ারি সকালে সিবিআইয়ের করা এফআইআরও খারিজ করে দেয় বিচারপতি সেন এবং বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চ।

এর পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে। অভিযোগ করেন, বিচারপতি সেন ‘রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা’ ব্যক্তির মতো আচরণ করছেন। যা করছেন, তা ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নিয়ে করছেন। ভরা এজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না? সে সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় এজি কিশোর দত্তের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE