Advertisement
১৯ মে ২০২৪

খেলার টুকরো খবর

এক দিনের মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হল বাঁকুড়ার দুমদুমি আদিবাসী তরুণী ব্রজয়নী সঙ্ঘ। রবিবার পলাশডিহা বরফকল আদিবাসী ইয়ং স্টার ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতাটি আয়োজিত হয় স্থানীয় পন্ডিত রঘুনাথ মুর্মু ময়দানে। টাইব্রেকারে ৫-৪ গোলে হুগলির পাণ্ডুয়া মহিলা ফুটবল কোচিং সেন্টারকে হারায় বাঁকুড়ার দলটি। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৪ ০০:৫২
Share: Save:

মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন বাঁকুড়া

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

চলছে মহিলা ফুটবল প্রতিযোগিতা। রবিবার দুর্গাপুরে পলাশডিহায় পণ্ডিত
রঘুনাথ মুর্মু ময়দানে তোলা বিশ্বনাথ মশানের ছবি।

এক দিনের মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হল বাঁকুড়ার দুমদুমি আদিবাসী তরুণী ব্রজয়নী সঙ্ঘ। রবিবার পলাশডিহা বরফকল আদিবাসী ইয়ং স্টার ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতাটি আয়োজিত হয় স্থানীয় পন্ডিত রঘুনাথ মুর্মু ময়দানে। টাইব্রেকারে ৫-৪ গোলে হুগলির পাণ্ডুয়া মহিলা ফুটবল কোচিং সেন্টারকে হারায় বাঁকুড়ার দলটি। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। মহিলা ফুটবলারদের খেলা দেখতে মাঠে ভিড় হয়েছিল ভালই। উদ্যোক্তারা জানান, আটদলীয় এই প্রতিযোগিতাটি শুরু হয় রবিবার সকালে। বর্ধমান-সহ বিভিন্ন জেলার মহিলা ফুটবল দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। সেমিফাইনালে দুমদুমি আদিবাসী তরুণী ব্রজয়নী সঙ্ঘ হারায় আসানসোলের চিত্তরঞ্জনের একটি দলকে। অন্য দিকে পাণ্ডুয়া মহিলা ফুটবল কোচিং সেন্টার হারায় পুরুলিয়ার একটি দলকে। প্রতিযোগিতার সেরা হয়েছেন বাঁকুড়ার দলটির তানিয়া মোদী। তিনি সেমিফাইনালে চিত্তরঞ্জনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। ওই দলেরই সোনামুনি সরেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ দিন অনেক মহিলা ফুটবলারকে খালি পায়েও খেলতে দেখা যায়। খেলাগুলি পরিচালনা করেন পার্থ বন্দ্যোপাধ্যায়, বিমান দাস, মুক্তারাম মন্ডল, রবীন্দ্রনাথ সোরেন। উদ্যোক্তাদের পক্ষে সঞ্জীব বেসরা জানান, এলাকার মহিলাদের ফুটবলের প্রতি আকৃষ্ট করার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

সেমি ফাইনালে লোকো সেন্টার

নিজস্ব সংবাদদাতা • কাটোয়া

বীজনগর তালবাগান ফুটবল ক্লাব পরিচালত ফুটবল প্রতিযোগিতার সেমি ফাইনালে উঠল বর্ধমান লোকো ফুটবল সেন্টার ও নদিয়ার দেবগ্রাম মডার্ন সঙ্ঘ। রবিবার বীজনগর ফুটবল ময়দানে হওয়া ওই খেলায় বর্ধমানের ক্লাবটি ৫-০ গোলে পূর্বস্থলীর বিদ্যানগর চৈতন্য ও সংলাপ পাঠাগারকে হারায়। শনিবার দেবগ্রাম টাইব্রেকারে ৫-৪ গোলে কালনা ফুটবল অ্যাকাডেমিকে হরায়।

জিতল গুড়াপ

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

আট দলীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল গুড়াপ অল আদিবাসী সঙ্ঘ। প্রতিযোগিতাটির আয়োজন করে ভাতারের কুলচণ্ডা তরুন সঙ্ঘ। উদ্যোক্তারা জানান, প্রতিযোগিতাটি এক মাস ধরে চলেছে। ফাইনালে গুড়াপ ৩-১ গোলে হারায় পাণ্ডুয়া মিলনী সঙ্ঘকে।

চ্যাম্পিয়ন ধাত্রীগ্রাম

নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম

রসুই তরুণ সঙ্ঘ পরিচালিত শ্রীপদ পাল স্মৃতি ট্রফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কালনার ধাত্রীগ্রাম মারিয়াম সঙ্ঘ। রবিবার কেতুগ্রামের রসুই ফুটবল মাঠে হওয়া ফাইনালে তারা ৩-০ গোলে হারাল ভাতার একাদশকে। সেরা খেলোয়াড় ধাত্রীগ্রামের গোলকিপার সাগর শেখ। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় বিধায়ক শেখ সাহানেওয়াজ ও কেতুগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবাশীষ মণ্ডল প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bard-khela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE