Advertisement
১৯ মে ২০২৪

খেলার টুকরো খবর

ডায়মা ক্লাব আয়োজিত অনুপ দাস ও জাহানারা ইসমাইল উইনার্স ও সুভাষ গুহ রানার্স ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব। ডিপিএসের মাঠে হওয়া ফাইনালে তারা ১-০ গোলে হারায় তানসেন এসিকে। গোল করেন শীর্ষেন্দু ভুঁইমালি। খেলার সেরাও তিনি। প্রতিযোগিতার সেরা তানসেনের কৃষ্ণা সিংহ। সৌরভ সাহা ফেয়ার প্লে ট্রফি পায় ফ্রেন্ডস রেজিমেন্ট। খেলা পরিচালনা করেন অজয় বিশ্বাস, জীতেন রুইদাস ও আশিস দাস।

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ০০:৫৬
Share: Save:

চ্যাম্পিয়ন বীরভানপুর

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

ডায়মা ক্লাব আয়োজিত অনুপ দাস ও জাহানারা ইসমাইল উইনার্স ও সুভাষ গুহ রানার্স ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব। ডিপিএসের মাঠে হওয়া ফাইনালে তারা ১-০ গোলে হারায় তানসেন এসিকে। গোল করেন শীর্ষেন্দু ভুঁইমালি। খেলার সেরাও তিনি। প্রতিযোগিতার সেরা তানসেনের কৃষ্ণা সিংহ। সৌরভ সাহা ফেয়ার প্লে ট্রফি পায় ফ্রেন্ডস রেজিমেন্ট। খেলা পরিচালনা করেন অজয় বিশ্বাস, জীতেন রুইদাস ও আশিস দাস। আয়োজক ক্লাবের সম্পাদক সমীর মজুমদার জানান, অনুপ দাস এই ক্লাবের ফুটবল কোচ ছিল। তাঁকে শ্রদ্ধা জানাতেই এই প্রতিযোগিতার সূচনা হল। এ দিন ফাইনালে উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত প্রাক্তন খেলোয়াড়রা। দু’দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ নষ্টের খেসারত দেয় তানসেন এসি। মাঠে দর্শক উপস্থিতি ছিল ভালই।

হারল বর্ধমান

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটের প্রি-কোয়ার্টার ফাইনালে বিহার বিশ্ববিদ্যালয়ের কাছে ২৯ রানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল বর্ধমান। প্রথমে বিহার ৪০ ওভারে করে ১৭২। বর্ধমানের সুমন দাঁ ও গোপাল বসাক ২টি করে উইকেট নেন। জবাবে বর্ধমান ৩৬ ওভারে ১৪৩ রানে অল-আউট হয়ে যায়। দলের সুরজিৎ দাস ৩৮ ও প্রতীক পাল ৩২ করেন। উত্তর প্রদেশের জৌনপুরে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় বর্ধমান প্রথম দু’টি ম্যাচে ওয়াক ওভার পায়।

শীর্ষে আউশগ্রাম

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

প্রাথমিক বিদ্যালয় মহকুমা ক্রীড়া অনুষ্ঠিত হল ভাতারের কামারপাড়া হাইস্কুলের মাঠে। ১৩টি চক্রের ৩৪০ জন পড়ুয়া ২৮টি ইভেন্টে যোগ দিয়েছেন। ৫৬ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতার শীর্ষে রয়েছে আউশগ্রাম-২ ব্লক।

পলাশবাগানের হার

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

টানটান লড়াইয়ের পর টাইব্রেকারে জিতল ধাদকা ইউসি। মঙ্গলবার মহিশীলাগ্রাম ফুটবল মাঠে তারা পলাশবাগানকে ৯-৮ গোলে হারায়। প্রতিযোগিতার আয়োজক হল মহিশীলা গ্রাম কমিটি। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। দু’দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল।

সেলের জয়

নিজস্ব সংবাদদাতা • হিরাপুর

৩২ তম দিনেশ মজুমদার স্মৃতি ফুটবল প্রতিযেগিতার প্রথম সেমিফাইনালে জিতল সেল-আইএসপি। মঙ্গলবার তারা বার্নপুর স্টেডিয়ামের খেলায় চিত্তরঞ্জন অরবিন্দ এফএকে ২-১ গোলে হারিয়েছে। গোল দু’টি করেন মীর আলি ও শান্তা বাহাদুর। চিত্তরঞ্জনের হয়ে একমাত্র গোলটি করেন সুমন পতি। খেলার সেরা হয়েছেন জয়ী দলের অরিজিৎ কেওড়া। খেলায় দু’দলের খেলোয়াড়েরাই বেশ কয়েকটি ভাল আক্রমণ তৈরি করেছিল। দু’দলই গোলের চেষ্টা করায় খেলা রীতিমত জমে উঠেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bard khela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE