Advertisement
১৭ মে ২০২৪
Sandeshkhali Incident

সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধা, ‘গ্রেফতার’ হলেন বিজেপির লকেট, নিজেই জানালেন সাংসদ

সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার লকেট চট্টোপাধ্যায়। ফেসবুকে সে কথা জানিয়ে সাংসদ লিখেছেন, ‘‘শাহজাহান গ্রেফতার হয় না। কিন্তু সন্দেশখালির মানুষের সঙ্গে দেখা করতে চাইলে গ্রেফতার হতে হয়।’’

পুলিশের বাধার মুখে লকেট চট্টোপাধ্যায়।

পুলিশের বাধার মুখে লকেট চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৯
Share: Save:

সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ফেসবুকে সে কথা নিজেই জানিয়েছেন সাংসদ। লিখেছেন, ‘‘শাহজাহান গ্রেফতার হয় না। কিন্তু সন্দেশখালির মানুষের সঙ্গে দেখা করতে চাইলে গ্রেফতার হতে হয়। স্বৈরতান্ত্রিক সরকার চলছে।’’

বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সন্দেশখালি যেতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ পরে অবশ্য সুকান্তকে যেতে দেয়। কিন্তু সন্দেশখালি থানার সামনে বিজেপি নেতার অবস্থান বিক্ষোভের জেরে পরিস্থিতি আবার অগ্নিগর্ভ হয়ে ওঠে। সুকান্তকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু পরে ব্যক্তিগত বন্ডে তাঁকে মুক্তি দেওয়া হয়। এর পর শুক্রবার তাঁকেও গ্রেফতার হয়েছে বলে জানালেন লকেট। সূত্রের খবর, তাঁকে কলকাতার লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

লকেটের নেতৃত্বে বিজেপির মহিলা প্রতিনিধিদের একটি দল শুক্রবার সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেয়। কিন্তু তাঁদের সন্দেশখালি থেকে অনেকটা দূরে ভোজেরহাট এলাকাতেই আটকে দেয় পুলিশ। লকেটের অভিযোগ ছিল, পরীক্ষার কারণ দেখিয়ে তাঁদের সন্দেশখালি যেতে দেওয়া হচ্ছে না। বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়েছিলেন বিজেপি সাংসদ। পুলিশ আধিকারিকদের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘এক জন জনপ্রতিনিধিকে আপনারা এ ভাবে বাধা দিতে পারেন না!’’ ওই ঘটনার পরেই লকেটকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর বিজেপি সূত্রে।

লকেটের ‘গ্রেফতারি’ নিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লিখেছেন, ‘‘১৪৪ ধারা না মানার অভিযোগে লকেট চট্টোপাধ্যায়কে ভোজেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। অথচ ওই এলাকা সন্দেশখালি থেকে অন্তত ৫০ কিলোমিটার দূরে। সেখানে ১৪৪ ধারা জারি নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sandeshkhali Incident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE