Advertisement
১৯ মে ২০২৪
শব্দবিধি লঙ্ঘনের অভিযোগ

বাঁশবেড়িয়ায় সাউন্ড বক্স বাজিয়ে জনসভা দোলার

শব্দবিধি লঙ্ঘন করে সাউন্ড বক্স লাগিয়ে নির্বাচনী প্রচার করলেন রাজ্য সভার সাংসদ দোলা সেন। বৃহস্পতিবার বিকালে বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিল সংলগ্ন ঝান্ডা ময়দানে ছিল ওই নির্বাচনী জনসভা। বাঁশবেড়িয়া পুরসভার তৃণমূল প্রার্থী ৯ নম্বর ওয়ার্ডের মৌসুমী গোলদার, ১০ নম্বর ওয়ার্ডের শিবরতন চৌহান, ১১নম্বর ওয়ার্ডের আমিনা খাতুন, ১২নম্বর ওয়ার্ডের দিলিপ দে এবং ১৯নম্বর ওয়ার্ডের শবনম খাতুনের সমর্থনে এ দিন প্রচার করেন দোলা।

পুরভোটের প্রচারে তৃণমূল সাংসদ দোলা সেন। ছবি: তাপস ঘোষ।

পুরভোটের প্রচারে তৃণমূল সাংসদ দোলা সেন। ছবি: তাপস ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
বাঁশবেড়িয়া শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৫ ০২:১৪
Share: Save:

শব্দবিধি লঙ্ঘন করে সাউন্ড বক্স লাগিয়ে নির্বাচনী প্রচার করলেন রাজ্য সভার সাংসদ দোলা সেন।

বৃহস্পতিবার বিকালে বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিল সংলগ্ন ঝান্ডা ময়দানে ছিল ওই নির্বাচনী জনসভা। বাঁশবেড়িয়া পুরসভার তৃণমূল প্রার্থী ৯ নম্বর ওয়ার্ডের মৌসুমী গোলদার, ১০ নম্বর ওয়ার্ডের শিবরতন চৌহান, ১১নম্বর ওয়ার্ডের আমিনা খাতুন, ১২নম্বর ওয়ার্ডের দিলিপ দে এবং ১৯নম্বর ওয়ার্ডের শবনম খাতুনের সমর্থনে এ দিন প্রচার করেন দোলা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত, শ্রমিক নেতা বিদ্যুৎ রাউত এবং পাঁচ প্রার্থী সহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্প্রতি গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশ ছিল পরীক্ষার জন্য নির্বাচনের আগে মাইক প্রচার করা যাবে না। সেই নির্দেশমত বিরোধী দলের সমস্ত রকম প্রচার বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। অথচ সেই নির্দেশ অমান্য করে এদিন বিকালে শাসক দলেরই পাঁচ প্রার্থীর সমর্থনে প্রকাশ্য জনসভা হল।। বিরোধী দলগুলির অভিযোগ, আইন সবার জন্যই সমান। সে জন্য যদি তাঁদের প্রচার বন্ধ করে দেওয়া হয় তা হলে শাসকদলের প্রচারে সাউন্ড বক্স ব্যবহারে কেন ব্যবস্থা নিল না জেলা প্রশাসন।

মহাকুমাশাসক (চুঁচুড়া) সুদীপ সরকার বলেন, ‘‘গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশ মত যে কোনও জনসভায় মাইক অথবা কোনওরকম সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। সে ক্ষেত্রে বাঁশবেড়িয়ার জনসভায় সাউন্ড সিস্টেম ব্যবহার নিয়ে কোনও অভিযোগ আসেনি। কেউ অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্তা নেওয়া হবে।’’

জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত বলেন, ‘‘আদালতের নির্দেশমত শব্দবিধির নিয়ম মেনেই মাইক ব্যবহার করা হয়নি। তা ছাড়া কোনও জনবহুল এলাকায় সভা করা হয়নি। জুটমিল এলাকায় সভা করা হয়েছে।’’

জেলা বিজেপির সহ-সভাপতি স্বপন পাল বলেন, ‘‘ শাসকদলের প্রচারে সাউন্ড বক্স ব্যবহারে যদি শব্দবিধি আইন প্রয়োগ না হয় তাহলে বিরোধীদের ক্ষেত্রে এই আইন প্রয়োগ হচ্ছে কেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE