Advertisement
১৭ মে ২০২৪

পাইপ সারাতে সন্ধ্যা পার

কথা রাখল না হাওড়া পুরসভা। বুধবার কদমতলায় এইচআইটি-র নিকাশির কাজের সময়ে জলের পাইপ ফেটে যায়। বৃহস্পতিবার সকালের মধ্যে তা সারানোর প্রতিশ্রুতি দিয়েছিল পুরসভা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ০১:৩৭
Share: Save:

কথা রাখল না হাওড়া পুরসভা। বুধবার কদমতলায় এইচআইটি-র নিকাশির কাজের সময়ে জলের পাইপ ফেটে যায়। বৃহস্পতিবার সকালের মধ্যে তা সারানোর প্রতিশ্রুতি দিয়েছিল পুরসভা। তা না হওয়ায় দুপুরে পদ্মপুকুর প্রকল্প থেকে ছাড়া পানীয় জলে ভাসল এলাকা। সারাই করতে সন্ধ্যা গড়ানোয় দিনভর জল মেলেনি। পুরসভা আঙুল তোলে এইচআইটি-র দিকে। পাল্টা অভিযোগ করে এইচআইটি-ও।

পুরসভা সূত্রে খবর, গত আট বছর কদমতলার বাটা মোড়ে নিকাশি পাইপ বসাচ্ছে এইচআইটি। বুধবার মাটি কাটার যন্ত্রের আঘাতে পদ্মপুকুর প্রকল্পের পাইপ ফেটে যায়। পুরসভার অভিযোগ, তাদের ইঞ্জিনিয়ারেরা এক ঠিকাদারকে মেরামতির ভার দেন। কিন্তু কোথায় পাইপ ফেটেছে, এইচআইটির লোক তা না দেখিয়ে চলে যাওয়ায় কাজ শুরু করতে দেরি হয়। তার উপরে নিকাশি পাইপের গর্তে প্রচুর জল থাকায় পাম্প চালিয়ে বার করতে রাত কেটে যায়। বৃহস্পতিবার দুপুরেও একই হাল।

মেয়র রথীন চক্রবর্তী বলেন, ‘‘পাইপলাইন চালু রেখে কাজ করাতেই দেরি। ভাল্‌ভের কাজও ঠিক মতো করা যায়নি। তবে অনেক কম সময়ে কাজ শেষ হয়েছে।’’ এইচআইটি-র চিফ ইঞ্জিনিয়ার মৃন্ময় চট্টোপাধ্যায় বলেন, ‘‘পাইপ সারাইয়ের টাকা আমরাই দিয়েছি। কাজের তদারকিও করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kadamtala Drinking water HIT
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE