Advertisement
১৭ মে ২০২৪

চোলাইয়ের ঠেক ভাঙলেন মহিলারা

বাড়ির মধ্যে মজুত রাখা হতো চোলাই। আর তা বিক্রি করা হতো পাশের ঠেকে। অভিযোগ, সেখানে চোলাই কিনতে উটকো লোকের ভিড় জমত। সকাল থেকে রাত পর্যন্ত গালাগালের ফোয়ারা ছুটত। মেয়েদের কটূক্তি করা হতো।

চলছে ঠেক ভাঙা। শুক্রবার। — নিজস্ব চিত্র

চলছে ঠেক ভাঙা। শুক্রবার। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
তারকেশ্বর শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ০২:০৮
Share: Save:

বাড়ির মধ্যে মজুত রাখা হতো চোলাই। আর তা বিক্রি করা হতো পাশের ঠেকে। অভিযোগ, সেখানে চোলাই কিনতে উটকো লোকের ভিড় জমত। সকাল থেকে রাত পর্যন্ত গালাগালের ফোয়ারা ছুটত। মেয়েদের কটূক্তি করা হতো।

বার বার নিষেধ করেও লাভ হয়নি। কাজ হয়নি পু‌লিশকে অভিযোগ করেও। শেষ পর্যন্ত এলাকার মহিলারাই এককাট্টা হয়ে ওই বাড়িতে মজুত প্রচুর পরিমাণে চোলাই নষ্ট করে দিলেন। ভাঙা হ‌ল ঠেকও।

শুক্রবার সকালে তারকেশ্বরের পিয়াসারার তিমনা এলাকার ঘটনা। পরে পুলিশ এসে চোলাই বিক্রির অভিযোগে গৃহকর্তা তরুণ রায়কে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তরুণবাবু দীর্ঘদি‌ন ধরেই চোলাই বিক্রি করেন। বাড়ির পাশেই ঠেকে চোলাই কিনতে বহিরাগতদের ভিড় জমে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চোলাই কিনতে আসা লোকজন মহিলাদের কটূক্তি করে। স্কুলে যাতায়াতের পথে কিশোরীরাও রেহাই পায় না। বার বার নিষেধ করা সত্ত্বেও চোলাই বিক্রি বন্ধ করতে রাজি হননি। পুলিশে বলেও কাজ হয়নি। অপর্ণা রায় নামে এক গ্রামবাসীর বক্তব্য, ‘‘মদ্যপদের জন্য ওই পথে মেয়েদের চলাফেরা করা দায় হয়ে উঠেছিল।’’

শেষ পর্যন্ত অবশ্য গ্রামের মহিলারা সমবেত ভাবে চোলাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ প্রমীলা বাহিনী বাঁশ, লাঠি নিয়ে ওই ঠেক ভাঙচুর করে। তরুণবাবুর বাড়িতে ঢুকে ড্রাম এবং পাউচ প্যাকে মজুত করা চোলাই রাস্তায় ফেলে নষ্ট করে দেওয়া হয়। তরুণবাবু এবং তাঁর স্ত্রীকে আটকে বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে তারকেশ্বর থানা থেকে পুলিশ আসে। পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের শান্ত করে দম্পতিকে থানায় নিয়ে যায় পুলিশ। তরুণবাবুকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ওই জায়গায় চোলাই বিক্রির খবর থানায় ছিল না, দাবি করে জেলা পুলিশের এক অফিসার বলেন, ‘‘চোলাইয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়। গ্রামবাসীরা খবর দিলেও ব্যবস্থা নেওয়া হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Illegal liquor shop
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE