Advertisement
১৬ মে ২০২৪
Calcutta Medical College Hospital

কলকাতা মেডিক্যাল কলেজে আগুন, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন, পৌঁছলেন নগরপাল

কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারী জানিয়েছেন, হাসপাতালের ল্যাবে আগুন লেগেছে। সেখানে কেউ ছিলেন না। তাই রোগীদের সরাতে হয়নি।

image of fire engine

আগুন লাগার কারণে মেডিক্যাল কলেজের এই অংশে অন্ধকার করে দেওয়া হয়েছে। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৮:০০
Share: Save:

কলকাতা মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে আগুন। চার তলায় আর্ট সেন্টারে হেমাটোলজির গবেষণাগারে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। গবেষণাগারে যে হেতু কোনও রোগী নেই, তাই আগুন লাগার পর কাউকে সরাতে হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অতিরিক্ত পুলিশ কমিশনার (২) শুভঙ্কর সিংহ। খতিয়ে দেখছেন পরিস্থিতি।

কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারী জানিয়েছেন, হাসপাতালের ল্যাবে আগুন লেগেছে। সেখানে কেউ ছিলেন না। তাই রোগীদের সরাতে হয়নি। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দমকল সূত্রে খবর, শেষ মুহূর্তের কাজ চলছে।

কী ভাবে আগুন লেগেছে, সেই কারণ খতিয়ে দেখছে দমকল। মনে করা হচ্ছে, সেখানে যে হেতু গবেষণাগারে অনেক বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে, তাই সেগুলির কোনও একটি থেকেই আগুন লেগেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta Medical College Hospital Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE