Advertisement
০১ নভেম্বর ২০২৪
Medical College

দু’মাসের মধ্যেই কলকাতা মেডিক্যালে ফের অগ্নিকাণ্ড, আতঙ্ক

দমকল সূত্রে খবর, একটি রেফ্রিজারেটর থেকে আগুন লাগে। তবে আগুন মারাত্মক আকার নেয়নি। পাশাপাশি ওই সময় ওয়ার্ডে কোনও রোগী ছিল না। তাই কোনও রোগীকে সরাতেও হয়নি। কী কারণে অগ্নিকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল।

মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ের তিন তলায় আগুন।

মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ের তিন তলায় আগুন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১০:০৭
Share: Save:

দু’মাসের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজে ফের অগ্নিকাণ্ড। সোমবার সকালে এমসিএইচ বিল্ডিংয়ের তিন তলায় আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর পাঠান হাসপাতালের কর্মীরা। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভায়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা নাগাদ এমসিএইচ বিল্ডিংয়ের তিন তলায় হেমাটলজি বিভাগে প্রথম আগুন দেখতে পান এক রোগীর আত্মীয়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ভরে যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রথমে হাসপাতালের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা চালু করে আগুন নেভানোর চেষ্টা হয়। পাশাপাশি দমকলে খবর পাঠানো হয়। তিনটি ইঞ্জিন-সহ দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

দমকল সূত্রে খবর, একটি রেফ্রিজারেটর থেকে আগুন লাগে। তবে আগুন মারাত্মক আকার নেয়নি। পাশাপাশি ওই সময় ওয়ার্ডে কোনও রোগী ছিল না। তাই কোনও রোগীকে সরাতেও হয়নি। কী কারণে অগ্নিকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল।

আরও পড়ুন: ‘অবিশ্বাস্য’, আওয়ামি প্লাবনে খড়কুটোর মতো ভেসে গেল বিএনপি-জামাত জোট, বাংলাদেশে ইতিহাস

আরও পড়ুন: কলকাতার নিবিড় প্রেমিক

গত ৩ অক্টোবর এই এমসিএইচ বিল্ডিংয়েরই এক তলায় আগুন লাগে। ফার্মাসি বিভাগে অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৩৫০ রোগীকে ওয়ার্ড থেকে বাইরে বের করে আনা হয়। তার দু’মাসের মধ্যে ফের আগুন লাগায় প্রশ্নের মুখে হাসপাতালের পরিকাঠামো।

কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।

অন্য বিষয়গুলি:

Kolkata Medical College Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE