Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Fire at Dhapa

সোম সকালে কলকাতার ধাপায় আগুন, পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন

সোমবার সকালে কলকাতার ধাপা অঞ্চলে আগুন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ০৯:০১
Share: Save:

সোমবার সকালে কলকাতার ধাপা এলাকায় আগুন। ধাপার ১২ নম্বর বহিশতলা এলাকায় আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দমকল সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ ধাপার জঞ্জালভর্তি এলাকায় আগুন লাগে। স্থানীয়দের নজরে আসায় সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি বলে দমকল সূত্রে খবর। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। এলাকার একটি নির্দিষ্ট জায়গায় জঞ্জাল বস্তাবন্দি করে রাখা ছিল। দমকলের অনুমান, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Dhapa Fire Engine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE