সোমবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবা ফাইল চিত্র।
মেট্রো পরিষেবায় ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে আগামী সোমবার থেকে। যাত্রী সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় ভিড় বাডছে। আর সেই ভিড় সামলাতেই দৈনিক মেট্রোর সংখ্যা বা়ডানো হচ্ছে আগামী ২৮ মার্চ, সোমবার থেকে। সোম থেকে শনিবার পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রোপথে সকালের দিকে ১০ মিনিট অন্তর চলবে মেট্রো। এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। তবে পূর্ব-পশ্চিম মেট্রো শাখায় বর্তমান নিয়মেই চলবে মেট্রো।
শনিবার মেট্রো কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেই অনুযায়ী, সপ্তাহে কাজের দিনগুলিতে অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৭৬ জোড়ার পরিবর্তে ২৮২ জোড়া মেট্রো চলবে। অর্থাৎ, ওই পাঁচ দিন আপ এবং ডাউনে ১৪১টি করে মেট্রো চলাচল করবে। শনিবার ২৩০ জোড়া মেট্রোর পরিবর্তে চলবে ২৩৪ জোড়া মেট্রো (আপ-ডাউনে ১১৭টি করে)। এত দিন রবিবার ১২৮ জোড়া মেট্রো চলত। এ বার তা বেড়ে হচ্ছে ১৩০।
কাজের দিন এবং শনিবার দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টার পরিবর্তে ৬টা ৫০ মিনিটে। একই সময় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে। দমদম থেকে দক্ষিনেশ্বরগামী মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। আর সকাল ৭টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে ছাড়বে কবি সুভাষগামী মেট্রো।
অন্য দিকে, সোম থেকে শনিবার দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৯টা ১৮ মিনিটের পরিবর্তে ছাড়বে ৯টা ২৮ মিনিটে। সাড়ে ৯টার পরিবর্তে ৯টা ৪০ মিনিটে দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে। এই দুই মেট্রোই কবি সুভাষগামী। আবার রাত ৯টা ৪০ মিনিটেই কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশে একটি মেট্রো ছাড়বে। এই পরিষেবাটি নতুন যোগ করা হয়েছে। সাড়ে ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো যেমন ছিল, তেমনই থাকবে।
রবিবার সকালের মেট্রো পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ৯টা থেকেই চালু হবে মেট্রো চলাচল শুরু হবে। তবে রাতের পরিষেবায় সামান্য বদল রয়েছে। সাড়ে ৯টার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোটি ছাড়বে ৯টা ২৭ মিনিটে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy