Advertisement
০৮ মে ২০২৪

শিয়ালদহ স্টেশনে পরপর ছিনতাই

ট্রেনে ছিনতাইবাজের পাল্লায় পড়েছিলেন এক ব্যক্তি। সহযাত্রীদের সাহায্যে নিজেই ছিনতাইবাজকে রেলপুলিশের হাতে তুলে দিলেন তিনি। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ স্টেশনের ছ’নম্বর প্ল্যাটফর্মের কাছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০১:১৬
Share: Save:

ট্রেনে ছিনতাইবাজের পাল্লায় পড়েছিলেন এক ব্যক্তি। সহযাত্রীদের সাহায্যে নিজেই ছিনতাইবাজকে রেলপুলিশের হাতে তুলে দিলেন তিনি। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ স্টেশনের ছ’নম্বর প্ল্যাটফর্মের কাছে। শিয়ালদহ জিআরপি-র কাছে অভিযোগে ওই ব্যক্তি দাবি করেছেন, ঠাকুরনগর লোকালে করে শিয়ালদহ থেকে বারাসত যাচ্ছিলেন তিনি। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার মুখেই ওই যুবক তার গলার চেনটি ছিনিয়ে নেয়।

দু’দিন আগেই শিয়ালদহ স্টেশন ছেড়ে বেরোনোর মুখে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার পুরী থেকে ফিরে হাবড়া লোকাল করে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। ট্রেনটি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ছাড়ার পরেই এক দুষ্কতী গলার চেন ছিনতাই করে ট্রেন থেকে নেমে যায়।

বৃহস্পতিবারও ওই ঘটনার ঠিক আগের দিন ভিন্‌ রাজ্যের বাসিন্দা এক যুবকের কয়েক লক্ষ টাকা খোয়া যায় প্ল্যাটর্ফমে দাঁড়িয়ে থাকা ডাউন অজমেঢ় শরিফ এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরা থেকে। অভিযোগ দায়ের হয়েছে তবে এই ঘটনার কিনারা করতে পারেনি রেলপুলিশ।

রেলপুলিশ সূত্রে খবর, পাঁচ দিনে তিনটি ছিনতাই বা চুরির ঘটনাস্থল শিয়ালদহ স্টেশন চত্বর। তিনটি ঘটনায় এক জন ধরা পড়লেও বাকি দুষ্কৃতীরা পলতাক থাকায় স্টেশনের নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও রেলপুলিশ সূত্রে দাবি করা হয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। রেলপুলিশের এক কর্তার দাবি, ঘটনাগুলির ক্ষেত্রে সকলে পাকড়াও না করা গেলেও অনেকেই ধরা পড়েছে। শিয়ালদহে নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে অপরাধ ঠেকাতে।

পুলিশের একটি অংশের দাবি, শুধু চলতি মাসেই নয়, শিয়ালদহ এলাকায় পরপর বেশ কয়েকটি চুরি-ছিনতাই হয়েছে। গত মাসেই শিয়ালদহ জিআরপি এলাকায় প্রায় চোদ্দটি এ ধরনের ঘটনার অভিযোগ নথিভুক্ত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sealdah Railway station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE