Advertisement
১৯ মে ২০২৪

আতঙ্ক কাটিয়ে ছন্দে সাউথ সিটি

আগুন লাগার পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল গোটা শপিং মল। তবে সোমবার ফের পুরনো ছন্দে ফিরেছে সাউথ সিটি মল। অন্য দিন মাল্টিপ্লেক্সের প্রথম শো সকাল ৯টায় শুরু হলেও এ দিন তা হয়েছে বেলা পৌনে ১২টায়। এ দিকে, মল রোজ সকাল ১০টায় খুললেও এ দিন খুলেছে বেলা পৌনে ১১টায়।

আবার স্বাভাবিক। সোমবার সকালে সাউথ সিটি মল। — নিজস্ব চিত্র

আবার স্বাভাবিক। সোমবার সকালে সাউথ সিটি মল। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০২:২৩
Share: Save:

আগুন লাগার পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল গোটা শপিং মল। তবে সোমবার ফের পুরনো ছন্দে ফিরেছে সাউথ সিটি মল। অন্য দিন মাল্টিপ্লেক্সের প্রথম শো সকাল ৯টায় শুরু হলেও এ দিন তা হয়েছে বেলা পৌনে ১২টায়। এ দিকে, মল রোজ সকাল ১০টায় খুললেও এ দিন খুলেছে বেলা পৌনে ১১টায়।

ফুড কোর্টের যে অংশে রবিবার সকালে আগুন লেগে গিেয়ছিল, সে দিকটি অবশ্য এখনও বন্ধ রয়েছে। ফুড কোর্ট লাগোয়া চারতলার চারটি রেস্তোরাঁও এ দিন খোলেনি। খোলা ছিল শুধু ফুড কোর্টের একটি দিকের কিছু খাবারের দোকান। এ দিন বিকেল পাঁচটা পর্যন্ত অবশ্য গোটা চারতলাই বন্ধ করে রাখা হয়েছিল।

মল খোলার পরে এ দিন তিনতলার মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছেন দর্শকেরা। জুতো, পোশাক, গৃহস্থালির সামগ্রীর বিপণিতেও ক্রেতাদের দেখা গিয়েছে।

রবিবার সকালে মলের ফুড কোর্টের সিলিংয়ে আগুন লাগার পরে কবে মল খুলবে, তা নিয়ে রাত পর্যন্তও ধোঁয়াশা ছিল। সোমবার মল-কর্তৃপক্ষ জানিয়ে দেন, দমকল ও সিইএসসি তাঁদের জানিয়েছে, যে জায়গায় আগুন লেগেছে, তা বাদ দিয়ে মল খোলা রাখা হলে তাদের আপত্তি নেই।

দমকলের একটি সূত্রের খবর, রবিবার সকাল সওয়া ৯টায় চারতলায় ফুড কোর্টের ফল‌্‌স সিলিংয়ের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎবাহী তার কোনও ভাবে খুব গরম হয়েই এই বিপত্তি ঘটে। আগুন লাগার পরে ধোঁয়া বার করতে মলের কিছু কাচ ভাঙতে হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু তা হলে তো মলের বাতানুকূল যন্ত্র, স্মোক অ্যালার্ম, স্প্রিঙ্কলার কাজ করার কথা নয়। তার পরেও এ দিন মল খুলল কী করে?

সাউথ সিটি মলের ডেপুটি জেনারেল ম্যানেজার দীপ বিশ্বাস বলেন, ‘‘মলের প্রতিটি ফ্লোরের এক-একটি দিকে শীতাতপ নিয়ন্ত্রণের ও অগ্নি নির্বাপণের ব্যবস্থা আলাদা। ফুড কোর্টের যে দিকে ফল্‌স সিলিংয়ে আগুন লেগেছিল, সে দিকটা আমরা বন্ধ রেখেছি।’’ দমকলের কর্তা গৌরপ্রসাদ ঘোষের বক্তব্য, ‘‘যে অংশের ক্ষতি হয়েছে, সেটা ওঁরা বন্ধ রেখেছেন। তাই, মল খোলায় আমাদের আপত্তির কিছু নেই।’’

সোমবার সকালে যাদবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পরে মল খোলা হয়। এ দিন মলের নিজস্ব নিরাপত্তাকর্মীদের পাশাপাশি মূল গেট ও প্রত্যেক তলে পুলিশও মোতায়েন করা হয়েছিল। মল এ দিন খোলা কি না, তা জানতে চেয়ে বেসমেন্টের অফিসে সকাল থেকে মুহুর্মুহু ফোন বেজেছে।

সাউথ সিটি মলের তেতলার একটি পুস্তক বিপণির কর্তা আসিম রফিক বলেন, ‘‘এত তাড়াতাড়ি মল খুলবে, ভাবতে পারিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

South City Mall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE