Advertisement
১৯ মে ২০২৪
Mamata Banerjee

সারা দেশে চলছে অঘোষিত ‘সুপার-ইমার্জেন্সি’, বিজেপিকে তোপ মমতার

রাজ্যের সমস্ত বুথকে সংবেদনশীল ঘোষণা করতে বিজেপির দাবির তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অহেতুক পশ্চিমবঙ্গকে নিয়ে স্পর্শকাতরতা দেখাচ্ছে বিজেপি,  এই অভিযোগ জানান তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গকে শান্তিপূর্ণ রাজ্য বলেও জানান তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ১৭:২৪
Share: Save:

আজ বিকেলে তৃণমূল প্রার্থীদের নিয়ে কালীঘাটে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কালই রাজ্যের ৪২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী। আজকের বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন অসমের বিভিন্ন কেন্দ্রে তৃণমূলপ্রার্থীরাও। দুপুর থেকেই দলীয় প্রার্থীদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েই সারা দেশে অঘোষিত ‘সুপার-ইমার্জেন্সি’ চলছে বলে বিজেপিকে তোপ দাগেন তিনি।

রাজ্যের সমস্ত বুথকে অতি-স্পর্শকাতর ঘোষণা করতে বিজেপির দাবির তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ রাজ্য হওয়া সত্ত্বেও অহেতুক পশ্চিমবঙ্গকে অপমান করতে চাইছে বিজেপি, এই অভিযোগ করেন তিনি।

একই সঙ্গে তিনি বলেন, ‘‘ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে ৯৮ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হলে কিছু হয় না। বেছে বেছে বাংলাকেই টার্গেট করা হয় অপমান করার জন্য। মোদী-অমিত শাহের বিরুদ্ধে লড়াই করার জন্যই এই আক্রমণ চলছে। কিন্তু আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। ওদের কোনও রাজনৈতিক দল বলেই মনে করি না।’’

পাশাপাশি সব কিছুরই একটা সীমা আছে, এই মন্তব্য করে তৃণমূলনেত্রী জানান, বাংলায় পেশীশক্তি দেখিয়ে বিজেপির কোনও লাভ হবে না। এই লাঞ্ছনা, গঞ্জনা, বাংলাকে অপমান করার জবাব, রাজ্যের ৪২টি আসনেই বিজেপি পাবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: রাজ্যের সব বুথকে ‘সুপার সেনসিটিভ’ ঘোষণার দাবি বিজেপির, মমতা বললেন— ‘বাংলার অপমান’

সাংবাদিক বৈঠকে একই সঙ্গে তিনি বলেন, ‘‘বিজেপি তো এ বার নির্বাচন কমিশনকেও ভোট দিয়ে আসতে বলবে! আসলে বিজেপি আমাকে ভয় পাচ্ছে। পশ্চিমবঙ্গ একটি শান্তিপূর্ণ রাজ্য। আইন-শৃঙ্খলা বজায় রাখা রাজ্যের দায়িত্ব। দেশে কোথাও গণতন্ত্র আছে? গোরক্ষা-গণপিটুনিতে কত জন মারা গিয়েছে?’’ এই কথা বলার পরই সারা দেশে ‘অঘোষিত সুপার-ইমার্জেন্সি’ চলছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আসানসোলে মুনমুন সেনের তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানো নিয়ে মমতার মন্তব্য, ‘‘ ইতিমধ্যেই মুনমুনকে ভয় পেতে শুরু করেছেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। সেই জন্যই মুনমুনকে নিয়ে আবোল-তাবোল বলার শুরু হয়েছে।’’ একই সঙ্গে তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি, আগামী লোকসভা নির্বাচনে মুনমুনের বিরুদ্ধে দাঁড়ালে বাবুলের জামানত বাজেয়াপ্ত হবে।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তৃণমূলের দুই পদত্যাগী সাংসদকে নিয়ে মমতা বললেন, ‘‘দু’জন প্রার্থী হওয়ার লোভ করেছিল। কারা তাঁদের প্রার্থী করল, সেই পরোয়া করি না।’’

একই সঙ্গে দেশে গণতান্ত্রিক সরকার আনার জন্যই মোদীকে সরতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

তৃণমূলের প্রার্থী তালিকাকে ‘বৈচিত্রের মধ্যেই ঐক্য’ বলেও এ দিনের সাংবাদিক বৈঠকে জানান তিনি। পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ তৃণমূল সাত দফায় সাতে সাত পাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE