আজ মাধ্যমিকের ফল প্রকাশ। ছবি: সংগৃহীত।
আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। সকাল ন’টার পর আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।
সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে। ফলপ্রকাশের পর বিভিন্ন শিবিরের মাধ্যমে স্কুলগুলিকে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা হবে। এ বছর ১০ লাখের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে। যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল www.wbbse.org, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.vidyavision.com, www.jagranjosh.com, www.newsnation.in
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
আরও পড়ুন: গ্রেফতারির আশঙ্কা, আইনি রক্ষাকবচের সময়সীমা বাড়াতে শীর্ষ আদালতে রাজীব কুমার
আরও পড়ুন: গোলমালের পরেও বুথে ৮৯০-এ ৭০৯টি ভোট
সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে। গ্রাফিক: তিয়াসা দাস।
আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশের পরে এসএমএসে পরীক্ষার রেজাল্ট জানা যাবে। পরীক্ষার্থীর রোল নম্বর এবং মোবাইল নম্বর www.exametc.com এই ওয়েবসাইটে আগে থেকে নথিভুক্ত করে রাখতে হবে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফল জানতে ‘গুগ্ল প্লে স্টোর’ বা www.results.shiksha থেকে ‘Madhyamik Results 2019’ অ্যাপটি ডাউনলোড করতে হবে।
(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবরআমাদের রাজ্য বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy