Advertisement
১৮ মে ২০২৪

সারদাদেবীর জন্মতিথি উদ্‌যাপন

মঙ্গলবার ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় প্রাঙ্গণে সারদা মায়ের ১৬৪তম জন্মতিথি উদ‌্‌্যাপন করা হল। এ দিন সকালে স্কুলের ধ্যানমন্দিরে বিশেষ পুজোর্চ্চনা ও ভোগদান হয়।

শ্রদ্ধায় স্মরণ। ঝাড়গ্রাম ও তমলুকে তোলা নিজস্ব চিত্র।

শ্রদ্ধায় স্মরণ। ঝাড়গ্রাম ও তমলুকে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ২৩:৫৫
Share: Save:

মঙ্গলবার ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় প্রাঙ্গণে সারদা মায়ের ১৬৪তম জন্মতিথি উদ‌যাপন করা হল। এ দিন সকালে স্কুলের ধ্যানমন্দিরে বিশেষ পুজোর্চ্চনা ও ভোগদান হয়। সকাল ১১ টা নাগাদ স্কুলের বিবেকানন্দ সভাঙ্গনে সারদা মায়ের জীবন ও কথা আলোচনা করেন ঝাড়গ্রামের মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো, শিক্ষাব্রতী সুব্রত মুখোপাধ্যায়, কথামৃত পাঠচক্রের নিত্যরঞ্জন দাস ও বিমলেশ বিশ্বাস। স্কুলের ছাত্রছাত্রীরা সারদা মায়ের সম্পর্কিত গান ও আবৃত্তি শোনায়।

সারদাদেবীর ১৬৪তম আবির্ভাব তিথি উপলক্ষে নানা অনুষ্ঠান হল তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনেও। মঙ্গলবার সকালে প্রভাতফেরি বের হয় তমলুক শহরে রামকৃষ্ণমিশন প্রাঙ্গণ থেকে। দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ দিন চণ্ডীপুর রামকৃষ্ণ মঠে সারদাদেবীর আবির্ভাব তিথি পালিত হয়। সারদাদেবীর আবির্ভাব উপলক্ষে প্রার্থনা ও জীবনী নিয়ে আলোচনা করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sarada Devi Birth celebration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE