Advertisement
১৮ মে ২০২৪

বাস লরির মুখোমুখি ধাক্কা, জখম ৫৫ যাত্রী

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ৫৫ জন বাস যাত্রী। ৩৫ জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সরকারি বাসের চালক-সহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে সুতির আহিরণে ৩৪ নম্বর জাতীয় সড়কে।

উদ্ধার: সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জখম এক যাত্রীকে। নিজস্ব চিত্র

উদ্ধার: সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জখম এক যাত্রীকে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আহিরণ শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০১:০৯
Share: Save:

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ৫৫ জন বাস যাত্রী। ৩৫ জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সরকারি বাসের চালক-সহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে সুতির আহিরণে ৩৪ নম্বর জাতীয় সড়কে।

জখমদের ২৭ জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ও অন্যদের বহরমপুর ও আহিরণ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাসটি কলকাতা থেকে রায়গঞ্জ যাচ্ছিল। এ দিন ডোমকলে মুখ্যমন্ত্রীর সভার জন্য লোক আনতে জেলার বেশির ভাগ রুট থেকে বেসরকারি বাস তুলে নেওয়ায় রায়গঞ্জগামী সরকারি বাসটিতে ঠাসা ভিড় ছিল।

বাসের জখম যাত্রী সুকল্যাণ দাস বলেন, “ সুতির আহিরণ সেতুতে ওঠার ঠিক আগে যাত্রী বোঝাই সরকারি বাসটির একেবারে সামনে চলে আসে একটি লোহার রড বোঝাই লরি। মুখোমুখি ধাক্কা লাগে। চালক কোনও ভাবেই বাসটিকে থামাতে না পারায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে গিয়ে পড়ে।’’

এ দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী সুতির কাদোয়া গ্রামের সাহেব ঘোষ বন্ধুর সঙ্গে বাইকে অরঙ্গাবাদ থেকে ফিরছিলেন। তিনি বলেন, “সেতু পেরিয়ে এসেছি। তখনই শুনলাম বিকট শব্দ। দেখি টলতে টলতে বাসটি এগিয়ে যাচ্ছে নদীর দিকে। ১০ হাত দূরে রাস্তার কাজ করছিলেন আট জন শ্রমিক। তাঁরা কোনও মতে সেখান থেকে সরে পালান। বাসের চালক-সহ যাত্রীরা সবাই চিৎকার করছেন। তবে দুর্ঘটনার পর পরই লরির চাকা আটকে যাওয়ায় তা থমকে যায় রাস্তার উপরেই।” এরপরই সাহেব ও স্থানীয় কয়েক জন ছুটে যান বাসের দিকে। চালক-সহ অন্যান্য জখমদের পাঠানো হয় হাসপাতালে। খবর পেয়ে উমরপুর ডিপো থেকে অন্যান্য সরকারি বাসের কর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ আসে দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

head on collision 55 injured Road accident Ahiran
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE