Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Molestation

মহিলা রোগীকে শ্লীলতাহানির অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার চিকিৎসক

মুর্শিদাবাদের বড়ঞার ঘটনা। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁর দাবি, সবটাই ভুল বোঝাবুঝি!

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বড়ঞা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৮:২৯
Share: Save:

এক মহিলা রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বড়ঞার ঘটনা। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁর দাবি, সবটাই ভুল বোঝাবুঝি!

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে বড়ঞার আন্দি হাই স্কুলের কাছে এক হোমিও ও আয়ুর্বেদিক চিকিৎসকের চেম্বারে আসেন এক তরুণী। সেই তরুণীর অভিযোগ, চিকিৎসার অছিলায় তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেছেন চিকিৎসক। তরুণী বলেন, ‘‘চিকিৎসক চিকিৎসার নামে আপত্তিকর ভাবে আমায় স্পর্শ করেছে।’’ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে প়়ড়েন এলাকার মানুষ। চিকিৎসকের চেম্বারে চড়াও হয়ে বিক্ষোভ তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ব়ড়ঞা থানার পুলিশ। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতারও করা হয়।

অভিযুক্ত চিকিৎসক শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘সবটা চিকিৎসা সংক্রান্ত ব্যাপার। বাকিটা ভুল বোঝাবুঝি হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Molestation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE