Advertisement
০৪ মে ২০২৪
Jagaddhatri Puja 2023

ঢেউসাগরে কারুকাজ কুটির শিল্পের 

দত্তপাড়া সর্বজনীন বড়মা পুজো কমিটির পুজো শুরু হয় ২৩ বছর আগে। কৃষ্ণনগরের বুড়িমার পুজো নিয়ে দত্তপাড়ার বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

দত্তপাড়া সর্বজনীন বড়মা পুজো কমিটির মণ্ডপ।

দত্তপাড়া সর্বজনীন বড়মা পুজো কমিটির মণ্ডপ। —নিজস্ব চিত্র।

সাগর হালদার  
তেহট্ট শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ০৮:৫৩
Share: Save:

কৃষ্ণনগর, চন্দননগরের মতো তেহট্টে জগদ্ধাত্রী পুজোর সুখ্যাতি রাজ্য জুড়ে। যত দিন যাচ্ছে জৌলুসে, পুজো ভাবনায় টেক্কা দিচ্ছে তেহট্ট। আলো, থিম, প্রতিমা সজ্জার আকর্ষণে প্রতি বছর ভিড় জমান প্রচুর দর্শনার্থী। তেহট্টের কয়েকটি নজরকাড়া মণ্ডপে ঘুরে দেখল আনন্দবাজার।

দত্তপাড়া সর্বজনীন

দত্তপাড়া সর্বজনীন বড়মা পুজো কমিটির পুজো শুরু হয় ২৩ বছর আগে। কৃষ্ণনগরের বুড়িমার পুজো নিয়ে দত্তপাড়ার বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকে তেহট্টের জিতপুর মোড়ে ২০০০ সালে জাঁকজমক ভাবে শুরু হয় পুজো। প্রতিমা ‘তেহট্টের বড়মা’ নামে পরিচিত। এ বারে থিম ঢেউসাগর। যেখানে কুটির শিল্পের কারুকার্য দেখতে পাওয়া যাবে। পুজো কমিটির সুনাম রয়েছে আলোকসজ্জা ও পরিবেশের উপর সচেতনতামূলক প্রচারে। পুজো কর্তারা জানান, প্রতি বছরের মতো এ বারেও তেহট্টের সবচেয়ে উঁচু আলোর প্রবেশপথ তৈরি করেছেন তাঁরা। প্রায় ৫২ ফুট উঁচু। পুজো কমিটির সম্পাদক স্বাগত চক্রবর্তী বলেন, “কৃষ্ণনগরের বুড়িমার পুজো দেখে এলাকাবাসী অনেক আগ্রহ দেখান। তেহট্টে জগদ্ধাত্রী পুজোর চল শুরু হলে আমরাও পুজো শুরু করি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tehatta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE