Advertisement
১৯ মে ২০২৪

বিজেপির দফতর দখল জোড়াফুলের

বিজেপি অফিস দখল করার অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। 

দখল হওয়া বিজেপির সেই দফতর। নিজস্ব চিত্র

দখল হওয়া বিজেপির সেই দফতর। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চাকদহ শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৩
Share: Save:

করিমপুর বিধানসভা উপ-নির্বাচনে জেতার দু’দিনের মাথায় বিজেপি অফিস দখল করার অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে।

শনিবার সকালে চাকদহ শহরের ২ নম্বর ওয়ার্ডে রাজবাগানপাড়ায় দেখা যায়, বিজেপির অফিসে সাদা রঙ করে কয়েক জায়গায় তৃণমূলের প্রতীক জোড়াফুল এঁকে দেওয়া হয়েছে। অফিসের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই ওই কাজ করেছে। তবে রাত পর্যন্ত পুলিশে কেউ অভিযোগ জানায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে ওই বাড়িটি ছিল সিপিএমের নাগরিক ফন্টের দফতর। পালাবদলের পরে তৃণমূল এটির দখল নেয়। গত লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে বিপুল জয়ের পরে বিজেপি এটি দখল করে নেয়। শুক্রবার রাতে তৃণমূল ফের সেটি দখল করেছে।

বিজেপির চাকদহ শহর মণ্ডলের সভাপতি প্রবীর হালদারের দাবি, “লোকসভা ভোটের পর ওই এলাকার তৃণমূল কর্মীদের একাংশ আমাদের দলে চলে এসেছিল। সেই থেকে আমাদের দলের কর্মীরাই ওই অফিসে বসতেন। শুক্রবার রাতে তৃণমূল সেটা দখল করে নিয়েছে।” অভিযোগ অস্বীকার করে চাকদহ শহর তৃণমূলের সভাপতি তথা চাকদহের প্রাক্তন পুরপ্রধান দীপক চক্রবর্তী বলেন, “কে এটা করেছে, বলতে পারব না। তবে, এটা আমাদের সংস্কৃতি নয়।”

আর, সিপিএমের চাকদহ এরিয়া কমিটির সম্পাদক স্বর্ণেন্দু দত্ত বলেন, “ওটা এক সময়ে আমাদের নাগরিক ফ্রন্টের অফিস ছিল। তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পরে দখল করে নেয়। লোকসভার নির্বাচনের পরে বিজেপি দখল করে। এখন শুনছি, তৃণমূল ফের দখল করেছে। দু’দলেরই এই দখলের সংস্কৃতি। ফারাক কিছু নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Party Office BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE