Advertisement
১৭ মে ২০২৪
Accident death

ট্রাক চালানো শিখতে গিয়ে বিপত্তি, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু নাবালকের, ঘাতক গাড়িতে আগুন জনতার

ময়নাগুড়ির একটি স্কুলের মাঠে সকালে ট্রাক চালানো শিখছিলেন এক ব্যক্তি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পিষে দেয় একটি নাবালককে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাবালকের মৃত্যু হয়।

Image of burning vehicle

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকে আগুন। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ময়নাগুড়ি শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪২
Share: Save:

মালবাহী ট্রাক চালানো শিখতে গিয়ে বিপত্তি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ৯ বছরের বালকের। তার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘাতক গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ময়নাগুড়ির দেবীনগর বেসিক স্কুলের মাঠে মালবোঝাই চার চাকার গাড়ি চালানো শিখছিলেন এক ব্যক্তি। মাঠের আশপাশে বাচ্চারাও খেলাধুলো করছিল। সেই সময় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে থাকা একটি শিশুকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় দ্রুত তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করতে বলেন চিকিৎসকেরা। কিন্তু জলপাইগুড়ি নিয়ে যাওয়ার পথেই নাবালকের মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা ঘাতক মালবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশের ডিএসপি বিক্রমজিৎ লামা বলেন, ‘‘একটা দুর্ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Accident police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE