Advertisement
১৭ মে ২০২৪

ছেলের ছবি বুকে আশা বিচারের

বিচার চাইতে মৃত ছেলের ছবি বুকে নিয়ে থানায় হাজির হলেন বৃদ্ধ বাবা৷ তার ছেলের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে এ দিন দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় যান ওই বৃদ্ধ৷

শোক: মণি হাজরা। —নিজস্ব চিত্র।

শোক: মণি হাজরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১৩:৩৯
Share: Save:

বিচার চাইতে মৃত ছেলের ছবি বুকে নিয়ে থানায় হাজির হলেন বৃদ্ধ বাবা৷ তার ছেলের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে এ দিন দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় যান ওই বৃদ্ধ৷ পুলিশ অবশ্য ঘটনাটি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে৷

জানা গিয়েছে, গত ১৬ জুন পাতকাটা কলোনি এলাকায় কেবল লাইনের মাধ্যমে যাওয়া ইন্টারনেটের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বাপি হাজরার (১৮)৷ বাপির বাড়ি জলপাইগুড়ির পরেশ মিত্র কলোনি এলাকায়৷ তাঁর বাবা মণি হাজরা যন্ত্রশিল্পী৷ মণিবাবুর অভিযোগ, ‘‘এক ব্যক্তি বাপিকে এসে ইন্টারনেটের তার টানার কাজ করার কথা বলেছিলেন৷ কিন্তু বাপি আগে এই কাজ কখনও করেনি৷ তাই আমি ওকে বারণ করি৷ সেই ব্যক্তি ফিরে যায়৷’’

তাঁর অভিযোগ, পরের দিন ঘুম থেকে উঠে তিনি শুনতে পান ওই ব্যক্তি সকালেই মোটর সাইকেলে চাপিয়ে বাপিকে নিয়ে গিয়েছে৷ কিছুক্ষণ পর তাঁরা খবর পান ইন্টারনেটের তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাপির৷

বাপির বাড়ির লোকেদের অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরে সেই অবস্থাতেই বাপি ছটফট করেছেন পড়ে থেকে। কিন্তু কেউ তাঁকে তখন চিকিৎসকের কাছে নিয়ে যায়নি। তাঁর বাবার অভিযোগ, ‘‘এই ঘটনার জন্য ওই কেবল সংস্থাই দায়ি৷’’ এ দিন দুপুরে দোষীদের গ্রেফতারের আর্জি জানান তিনি। মণিবাবু জানান, ‘‘অভিযুক্তদের নাম জানতাম না। সে জন্যই এতদিন পর লিখিত অভিযোগ দায়ের করেছি৷’’ জলপাইগুড়ি কোতোয়ালি থানার এক পুলিশ কর্তা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক৷ তাদের খোঁজ চলছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE