Advertisement
১৭ মে ২০২৪

ভাষা নিয়ে দুই তৃণমূল নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

রাজবংশী ভাষার স্বীকৃতির দাবিতে রাজবংশী ক্ষত্রিয় সমিতির আন্দোলনকে ঘিরে জলপাইগুড়িতে প্রকাশ্যে এল তৃণমূলের দুই নেতার কাজিয়া৷ বর্তমান সরকারের আমলে রাজবংশী ভাষা অ্যাকাডেমির কাজে কোনও অগ্রগতিই হয়নি বলে এ দিন অভিযোগ তুললেন তৃণমূল নেতা তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধর্ত্রীমোহন রায়৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০২:১১
Share: Save:

রাজবংশী ভাষার স্বীকৃতির দাবিতে রাজবংশী ক্ষত্রিয় সমিতির আন্দোলনকে ঘিরে জলপাইগুড়িতে প্রকাশ্যে এল তৃণমূলের দুই নেতার কাজিয়া৷ বর্তমান সরকারের আমলে রাজবংশী ভাষা অ্যাকাডেমির কাজে কোনও অগ্রগতিই হয়নি বলে এ দিন অভিযোগ তুললেন তৃণমূল নেতা তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধর্ত্রীমোহন রায়৷ এ নিয়ে সরাসরি এ দিন ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস সাংসদ বিজয়চন্দ্র বর্মনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি৷ তবে সাংসদ এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

রাজবংশী ভাষার স্বীকৃতির দাবিতে এ দিন জলপাইগুড়িতে একটি মিছিল বের করে রাজবংশী ক্ষত্রিয় সমিতি৷ এই সমিতির সম্পাদক আবার ধর্ত্রীমোহনবাবু৷ সেখানেই গত প্রায় ছ’বছর ধরে রাজবংশী ভাষা অ্যাকাডেমির কাজকর্ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি তোলা হয়৷ ধর্ত্রীমোহনবাবুর অভিযোগ, ‘‘রাজ্যের বর্তমান সরকার রাজবংশী সমাজের প্রতি যথেষ্টই সহানুভুতিশীল৷ সে জন্যই এই ভাষার ওপর গবেষণা, ভাষার স্বীকৃতি আদায় ও সমৃদ্ধির জন্য রাজবংশী ভাষা অ্যাকাডেমি গঠন করেছিল৷ কিন্তু গত ছ’বছরে এই একাডেমির কাজ এতটুকুও এগোয়নি৷ চেয়ারম্যানের কাজেও আমরা সন্তুষ্ট নই৷’’ বিজয়বাবুর কথায়, ‘‘ধর্ত্রীমোহনবাবু সন্তুষ্ট হওয়া বা না হওয়ার কে? সরকার যে উদ্দেশ্যে এই ভাষা অ্যাকাডেমি গঠন করেছিল, সেই উদ্দেশ্যেই কাজ চলছে৷ ওঁর সেটা জানা নেই। জন্যই এ ধরনের কথা বলছেন৷’’

তবে এ দিনের আন্দোলন থেকে রাজবংশী ক্ষত্রিয় সমাজের উন্নয়নে আলাদা পর্ষদ গঠনেরও দাবি তোলা হয়৷ তবে সাংসদ বলেন, ‘‘রাজবংশী সমাজের উন্নয়নে বর্তমান সরকার যথেষ্ট সহানুভুতিশীল৷ আমরাও লাগাতার কাজ করে চলছি৷ তারপরও এ দিন যেভাবে আন্দোলন হল তা যথেষ্ট বিভ্রান্তির বলে মনে হচ্ছে৷’’

ধর্ত্রীমোহনবাবুর পাল্টা দাবি, ‘‘সরকার যে রাজবংশী সমাজের উন্নয়নে যথেষ্ট আন্তরিক, সেটা আমরাও জানি৷ কিন্তু এই উন্নয়ন নিয়ে তাঁদের মধ্যে যাতে কখনও ক্ষোভ তৈরি না হয়, সে জন্যই আমাদের এই দাবি৷’’ এ দিন সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনারের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri Internal conflict TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE