Advertisement
২০ মে ২০২৪
TMC

তিন দিনের পুলিশ হেফাজতে সুবোধ

পুলিশ জানায়, চোপড়ায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর জেরে গোলমালে উস্কানি, জাতীয় সড়কে অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর করে আগুন লাগানো-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ০৮:১৪
Share: Save:

চোপড়া-কাণ্ডে গ্রেফতার জেলা বিজেপি সম্পাদক সুবোধ সরকারকে তিন দিনের পুলিশ হেফাজকে পাঠাল আদালত। শনিবার তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ জানায়, চোপড়ায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর জেরে গোলমালে উস্কানি, জাতীয় সড়কে অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর করে আগুন লাগানো-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইসলামপুরের অতিরিক্ত মুখ্য ও দায়রা আদালতের সরকারপক্ষের আইনজীবী অসীম পারভেজ জানান, ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ দিন সুবোধ সরকারকে তিন দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য দায়রা আদালতের বিচারক মহুয়া রায় বসু। অন্য অভিযুক্ত সৌমেন ঘোষকে ছ’দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ফালাকাটা থেকে গ্রেফতার করা হয় সুবোধকে। তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয় সৌমেনকে। যদিও সৌমেনের দাবি, তাঁকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। সুবোধেরও দাবি, চোপড়া-কাণ্ডে পুলিশ বিনা কারণেই গ্রেফতার করছে।
ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল বলেন, ‘‘ওই ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Subodh Sarkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE