Advertisement
১৭ মে ২০২৪
Kangchenjunga

ডুয়ার্স থেকেই দেখা যাচ্ছে অপরূপ কাঞ্চনজঙ্ঘা

ডুয়ার্সের আকাশ পরিষ্কার হতেই উঁকি দিচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ।

ডুয়ার্স থেকে কাঞ্চনজঙ্ঘা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ডুয়ার্স থেকে কাঞ্চনজঙ্ঘা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৩:৫৭
Share: Save:

ডুয়ার্স থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। ডুয়ার্সের আকাশ পরিষ্কার হতেই উঁকি দিচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। সেই দৃশ্য উপভোগ করছেন সেখানকার বাসিন্দা এবং পর্যটকরা।

অক্টোবর মাসের শেষের দিকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে উত্তরবঙ্গের বেশকিছু জেলা থেকে। কিন্তু তার পর কুয়াশা এবং মেঘের কারণে আড়ালে চলে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। তবে আজ ভোর থেকে সেখানকার আকাশ মেঘমুক্ত। রোদও উঠেছে ঝলমলে। এতেই ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য।

এই সময় প্রচুর পর্যটক ঘুরতে যান সেখানে। তাঁরা বিভিন্ন নদীর ধার এবং ফাঁকা জায়গা থেকে সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করছেন তাঁরা। ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। এমনকি, লাটাগুড়ি এলাকা থেকেও দেখা যাচ্ছে এই পর্বতশৃঙ্গ। যার জেরে খুশি সাধারণ মানুষ থেকে পর্যটকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kangchenjunga Dooars Jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE