Advertisement
১৭ মে ২০২৪

আঞ্চলিক ইতিহাসের উপরে জোর

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল ৭৬ তম হিস্ট্রি কংগ্রেস। তিন দিনের এই আসরে দেশ-বিদেশের প্রায় বারোশো অতিথি অধ্যাপক উপস্থিত ছিলেন।

সভায় ইরফান হাবিব (বাঁ দিকে)-সহ অন্য ইতিহাসবিদেরা।

সভায় ইরফান হাবিব (বাঁ দিকে)-সহ অন্য ইতিহাসবিদেরা।

অনিতা দত্ত
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ০২:২৮
Share: Save:

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল ৭৬ তম হিস্ট্রি কংগ্রেস। তিন দিনের এই আসরে দেশ-বিদেশের প্রায় বারোশো অতিথি অধ্যাপক উপস্থিত ছিলেন। আধুনিক ও সমকালীন ভারত, প্রাচীন ও মধ্য ভারত, ভারত ছাড়া অন্য দেশ, আঞ্চলিক ইতিহাস, পুরাতত্ত্ব এমন সতেরোটি বিভাগ এবং শাখা বিভাগের বিষয়গুলি আলোচিত হয়। গতানুগতিক প্রথাসিদ্ধ ইতিহাসের পরিবর্তন ঘটছে। বিকৃত ইতিহাস নয়, রাজনৈতিক প্রভাব বর্জিত তথ্যভিত্তিক ইতিহাসের অন্বেষণ, অবয়ব রচনা করার কথাই বিভিন্ন আলোচনায় উঠে এসেছে বিভিন্ন ভাবে। ইতিহাসবিদ ইরফান হাবিব জানান, ইতিহাসের রাজনীতিকরণ ঘটছে। এমন হলে নৈর্ব্যক্তিক বা বস্তুনিষ্ঠ ইতিহাস রচনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। নতুন প্রজন্ম সঠিক ইতিহাসের দিশা খুঁজে পাবে না।

বিশ্বজনীন যে জাতিগত ও সংস্কৃতিগত অভিধার ছবিটি পাওয়া যায়, তার সঙ্গে প্রাচীন ভারতের ঐতিহ্যের কথা তুলে ধরা হয়েছে বিভিন্ন গবেষণাপত্রে। প্রযুক্তি ও চিকিৎসা সংক্রান্ত ইতিহাসের বিবিধ ব্যবহারের দিকগুলিও আলচিত হয়েছে। অনির্বাণ মুখোপাধ্যায়ের আলোচনায় জানা যায়, আঞ্চলিক ইতিহাসের ধারা, প্রবণতা ও প্রয়োজনীয়তার কথা। মধ্য যুগের মালদহের বহু অজানা ইতিহাস তুলে ধরেন সৈয়দ জাফরি। মালদহ প্রশাসনিক কেন্দ্র হয়ে উঠেছিল মধ্য যুগে। সে সময় সুফি ও ভক্তি আন্দোলনের ফলে ধর্মীয় সমন্বয় ঘটে, যার প্রভাব সত্যপীরের পুজোর প্রচলন। গবেষকদের একাংশের মতে, জগজীবনপুরের পুরাকীর্তি উপেক্ষিতই রয়েছে। খননকার্যে বহু অজানা ইতিহাস উঠে আসবে বলে তাঁরা মনে করেন।

পরিবেশ প্রকৃতির সঙ্গে ইতিহাস কী ভাবে জড়িয়ে থাকে বা আছে প্রসঙ্গক্রমে তা জানান সুকুমার বাড়ুই। তাঁর কথায় জানা গেল, প্রকৃতি ও পরিবেশকে কেন্দ্র করে ইতিহাসের পরিবর্তন ঘটে। নদীর গতিপথে গড়ে ওঠে যে বন্দর, নাব্যতা হারাবার ফলে সেই বন্দরের অবক্ষয় ঘটে। জাতীয় সড়কের সৌজন্যে গড়ে ওঠে নতুন বসতি, শহর। সেই শহর বা অঞ্চলের ইতিহাস ভিন্ন—এমন সব কথা। আসে কাছাড়, দক্ষিণ ভারত এবং তেলেঙ্গানার কথা।

জানা যায়, স্বাধীনতা সংগ্রামের উপেক্ষিত নারীদের কথাও। বিশেষ করে উল্লেখ্য ১৮৫৭ সালের বিদ্রোহে গণিকা নারীদের অনালোচিত ইতিহাস। নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলির চারিত্রিক বৈশিষ্ট্য বদলাচ্ছে। বদল ঘটছে ভাষা, সংস্কৃতি এবং উৎসবের। নগরায়নের অভিঘাতে বহু জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি বিপন্নতার মুখে। হারিয়ে গেছে বহু এথনিক সভ্যতা। নতুন প্রবণতার দিকে ইতিহাস ঝুঁকছে। আলোচনায় এমন সব তথ্যই জানা গেল।

এর পাশেই উঠে এসেছে নারীর ক্ষমতায়ন, নারীমুক্তি সংক্রান্ত সনাতন ও আধুনিক ভাবনার ছবিটিও। শিরিন মুজবি, ইরফান হাবিব, আদিত্য মুখোপাধ্যায়, রাজশেখর বসু-সহ বহু খ্যাতনামা ইতিহাসবিদের বোধ ও চিন্তনে ঋদ্ধ হয়ে ওঠে হিস্ট্রি কংগ্রেসের আসর। ৭৬তম হিস্ট্রি কংগ্রেসের সম্পাদক ইরসাদ আলম জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও দিনের পর দিন ইতিহাস কংগ্রেসের সদস্য সংখ্যা বাড়ছে। এটা ইতিহাসচেতনার ক্ষেত্রে শুভ ইঙ্গিতবাহী। স্থানীয় আয়োজক সম্পাদক সনাতন দাস বলেন, ছাত্র শিক্ষক গবেষক ইতিহাসবিদ ছাড়া বহু ইতিহাস অনুরাগী মানুষ অংশ নিয়েছেন এই কংগ্রেসে। গবেষণার দিক থেকে জেলা ভিত্তিক লুকিয়ে থাকা আঞ্চলিক ইতিহাসের ধারা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবার উদ্যোগ হয়েছিল। স্মরণিকাতেও জেলার ইতিহাসবিদ ও গবেষকদের লেখায় উঠে এসেছে বহু অনালোচিত দিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ub
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE