Advertisement
১৯ মে ২০২৪

কাদা মাঠেও দুরন্ত দুই চ্যাম্পিয়ন স্কুল

সুব্রত কাপ স্কুল ফুটবলের শিলিগুড়ি জেলার সাউথ জোনের সেরা হল তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় ও বিবেকানন্দ হাইস্কুল। মঙ্গলবার শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফাইনালে তাঁরা হারায় শিলিগুড়ি বয়েজ হাইস্কুল এবং জগদীশ বিদ্যাপীঠ স্কুলকে।

(উপরে) সুব্রত কাপে অনূর্ধ্ব ১৭ বিভাগে জয়ী বিবেকানন্দ স্কুল। (নীচে) অনূর্ধ্ব ১৪ বিভাগে চ্যাম্পিয়ন তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়। ছবি: বিশ্বরূপ বসাক

(উপরে) সুব্রত কাপে অনূর্ধ্ব ১৭ বিভাগে জয়ী বিবেকানন্দ স্কুল। (নীচে) অনূর্ধ্ব ১৪ বিভাগে চ্যাম্পিয়ন তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়। ছবি: বিশ্বরূপ বসাক

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০২:৪৭
Share: Save:

সুব্রত কাপ স্কুল ফুটবলের শিলিগুড়ি জেলার সাউথ জোনের সেরা হল তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় ও বিবেকানন্দ হাইস্কুল। মঙ্গলবার শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফাইনালে তাঁরা হারায় শিলিগুড়ি বয়েজ হাইস্কুল এবং জগদীশ বিদ্যাপীঠ স্কুলকে।

এ দিন বিকেলের পরে বৃষ্টি হয়নি। তা সত্ত্বেও মাঠে খেলার মত পরিস্থিতি ছিল না। তার মধ্যেই খেলোয়াড়রা যথাসাধ্য ভাল ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করেছে। অনূর্ধ্ব ১৪ বিভাগে তরাই-বয়েজ ডার্বিতে বয়েজের ছেলেদের দাঁড়াতেই দেয়নি তরাই। তাদের সুশান্ত সরকার ও মৃগাঙ্ক সরকারের গোলে ২-০ ফলে বিজয়ী হয় তারা। ফাইনালের সেরা হয় বয়েজের দুর্জয় কর্মকার। ১৭ বিভাগে বিবেকানন্দের ছেলেরা দুই অর্ধেই গোল করে। প্রথমার্ধে ২টির পর দ্বিতীয়ার্ধেও ১টি গোল করে তারা। জগদীশ বিদ্যাপীঠের ছেলেরা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। বিজয়ী দলের হয়ে গোলগুলি করে ইস্রাফিল দেওয়ান, রাজেশ মণ্ডল ও যুবরাজ বর্মা। এই খেলায় সেরা নির্বাচিত হয়েছে ইস্রাফিল দেওয়ান। প্রতিযোগিতার সেরা জগদীশের অভিষেক সিংহ। দু’টি সেরা দলই ক্লাস্টার পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

অন্য মাঠে দু’টি বিভাগে চারটি খেলা ছিল। অনূর্ধ্ব ১৪ বিভাগে দু’টি খেলাই নির্ধারিত সময়ে গোলশূণ্য ছিল। টাইব্রেকারে জয়ী হয় ইলা পাল হাইস্কুল ও দেশবন্ধু হিন্দি হাইস্কুল। তারা হারায় বাঘাযতীন বিদ্যাপীঠ ও অমিয় পাল হাইস্কুলকে। অনূর্ধ্ব ১৭ বিভাগে বাণীমন্দির রেলওয়ে হাইস্কুল ও ভারতী হিন্দি হাইস্কুলের মধ্যে খেলায় রেলওয়ে হাইস্কুলের সঞ্জু বর্মন হ্যাটট্রিক-সহ চার গোল করেন। এই খেলায় ৪-০ গোলে ভারতী স্কুলকে হারায় তারা। অন্য আরেকটি ম্যাচে ইলা পাল হাইস্কুল শালবাড়ি হাইস্কুলকে ২-০ গোলে পরাজিত করেছে। বিজয়ী দলের হয়ে গোলগুলি করে শিবা চিকবরাইক ও লিবনুস ধানোয়ার। আজ বুধবার এই বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাণীমন্দির রেলওয়ে হাইস্কুল ও আইবি থাপা হাইস্কুল এবং কবি সুকান্ত ও ইলা পাল হাইস্কুল। সুব্রত কাপের অনূর্ধ্ব ১৪ বিভাগেও খেলা আছঠে এ দিন। ভারতী হিন্দী হাইস্কুল ও জিডি গোয়েঙ্কা হাইস্কুলের মধ্যে হবে সেই খেলা আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champion football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE