Advertisement
১৭ মে ২০২৪

সালিশি সভায় ধস্তাধস্তি, মারাই গেলেন মহিলা

গ্রাম্য বিবাদের জেরে ডাকা সালিশি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। আর সেখানেই দু’পক্ষের ধস্তাধস্তিতে এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০২ মে ২০১৬ ০১:৪৩
Share: Save:

গ্রাম্য বিবাদের জেরে ডাকা সালিশি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। আর সেখানেই দু’পক্ষের ধস্তাধস্তিতে এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার বারপেটিয়া পঞ্চায়েতের ধামিপাড়া এলাকায়। পুলিশ জানায়, মৃত মহিলার নাম জানকী রায় (৫০)।

কোতোয়ালি থানার আইসি আশিস রায় বলেন, “এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কোনও অভিযোগ থানায় জমা পড়েনি।”

স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরে শ্যালো থেকে জমিতে জল দেওয়া নিয়ে ধামিপাড়ার বাসিন্দা কর্ণদেব রায়ের সঙ্গে সুভান ওড়াঁওয়ের পরিবারের গোলমাল বাধে। দুই পরিবারেরই সদস্যদের দাবি, সমস্যার নিষ্পত্তি করতে তাঁরা এর পর সালিশির জন্য এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য রঞ্জিত রায়ের কাছে দরবার করেন। সকাল সাড়ে নটা নাগাদ সালিশি সভা শুরু হয়। অভিযোগ, সভায় বিষয়টির নিস্পত্তি হওয়ার আগেই দু’পক্ষ মারপিটে জড়িয়ে পড়ে। কর্ণদেববাবুকে মার খেতে দেখে তাঁর স্ত্রী জানকীদেবী এগিয়ে গেলে তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

কর্ণদেববাবুর পরিবারের দাবি, সালিশি সভা না বসলে এ রকম ঘটনা ঘটত না। রঞ্জিতবাবু অবশ্য বলেন, “আমি নিজের ইচ্ছায় সালিশি সভা ডাকিনি। দু’টি পরিবারের পক্ষ থেকে আমাকে ডাকা হয়েছিল বলেই গিয়েছিলাম।” তবে ঘটনার পর থেকে সুভান ওঁড়াওয়ের পরিবার পলাতক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Scuffle arbitration meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE