Advertisement
১৭ মে ২০২৪
Mathabhanga

Mathabhanga: মাথাভাঙায় বিজেপি-র বুথ সভাপতিকে মারধর, অভিযোগ অস্বীকার তৃণমূলের

বিজেপি-র অভিযোগ, পঞ্চানন মোড়ে শৈলেনের দোকান বন্ধ করে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। তাঁকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়।

হাসপাতালে ভর্তি বিজেপি-র বুথ সভাপতি। নিজস্ব চিত্র।

হাসপাতালে ভর্তি বিজেপি-র বুথ সভাপতি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ১৯:৪৫
Share: Save:

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত কোচবিহারে। মাথাভাঙার পঞ্চানন মোড়ে বিজেপি-র বুথ সভাপতি শৈলেন মোদককে তাঁর দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি-র বুথ সভাপতি। স্থানীয় বাসিন্দারা শৈবালকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যেতে পরামর্শ দেন।

বিজেপি-র অভিযোগ, পঞ্চানন মোড়ে শৈলেনের দোকান বন্ধ করে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। তার পর তাঁকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা শৈবালকে বেধড়ক মারধর করে। শৈলেন বলেন, “বিজেপি করি বলেই তৃণমূলের দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে।” অন্য দিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিজেপি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। ঘরছাড়া বহু তৃণমূল কর্মী। বিজেপি-র দুষ্কৃতীরা ভয় দেখিয়ে তৃণমূল কর্মীদের কাছে টাকা চাইছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার পঞ্চানন মোড়ে তৃণমূল একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করে। সেই মিছিলে স্থানীয় বিজেপি নেতা শৈলেন এবং নির্মল পালের নেতৃত্বে হামলা চালানো হয়।

স্থানীয় তৃণমূল কর্মী চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেন, “বিজেপি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, ঘরছাড়া তৃণমূল কর্মীদের ঘরে ফেরার ব্যবস্থা করা হোক।” সেই সঙ্গে চন্দ্রশেখরের দাবি, শৈলেনের উপর হামলার ঘটনায় তৃণমূল কোনও ভাবে যুক্ত নয়। বিজেপি মিথ্যা অভিযোগ করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Mathabhanga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE