Advertisement
১৭ মে ২০২৪
Human Trafficking

যুবকের বুদ্ধিতে ভেস্তে গেল নাবালিকাকে পাচারের ছক, ধৃত ৬

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে এক যুবক বরাবাজার থানায় এবং চাইল্ড লাইনের টোল ফ্রি নম্বরে ফোন করে বিষয়টি জানায়।

হরিনায়ার এই গাড়িটি বাজেয়াস্ত করেছে পুলিশ। নিজস্ব চিত্র

হরিনায়ার এই গাড়িটি বাজেয়াস্ত করেছে পুলিশ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বরাবাজার শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ০০:২৯
Share: Save:

হরিয়ানার গাড়িতে লেখা কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান। আর সেই গাড়িতেই নাবালিকাকে পাচারের ছক। কিন্তু যুবকের উপস্থিত বুদ্ধিতে ভেস্তে গেল পরিকল্পনা। শনিবার এ ঘটনা ঘটেছে পুরুলিয়ার বরাবাজারের পোগ্রদিতে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন পুরুলিয়া আদালতের বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ওই গ্রামের এক যুবক বরাবাজার থানায় এবং চাইল্ড লাইনের টোল ফ্রি নম্বরে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন চাইল্ড লাইন এবং পুলিশের কর্মীরা। পুলিশের দাবি, সেই সময় ওই গ্রামের বদলদি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায় ৬ যুবককে। পাশেই দাঁড় করিয়ে রাখাছিল হরিয়ানার নম্বর প্লেট দেওয়া ওই গাড়িটি। পুলিশ ওই ৬ যুবককে আটক করে। জানা যায়, ভাস্কর মাহাতো নামে স্থানীয় এক যুবকের মধ্যস্থতায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই নাবালিকাকে ভিন রাজ্যে পাচার করার ছক কষা হয়েছিল। কিন্তু সময়মতো পুলিস পৌঁছে যাওয়ায় সেই ছক বানচাল হয়ে যায়।

পুলিশ হরিয়ানার পোলওয়াল জেলার রাইদশকা গ্রামের বাসিন্দা বিজয় সিংহ, পবন কুমার, সন্দীপ কুমার, শিব সিংহ, উত্তরপ্রদেশের বুলন্দের বাসিন্দা হরপাল সিংহ এবং বরাবাজারের পলমার বাসিন্দা ভাস্কর মাহাতোকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নারী পাচারের মামলা রুজু করা হয়েছে। ধৃতদের সঙ্গে থাকা গাড়ি, কয়েকটি মোবাইল ফোন এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে বিজয়, সন্দীপ এবং ভাস্করকে ১০ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পাশাপাশি বাকি ৩ জনকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভাস্কর আড়কাঠি হিসাবে কাজ করত। কিছু দিন আগে ওই কিশোরীর পরিবারকে ৫ হাজার টাকাও দিয়েছিল সে।

আরও পড়ুন: ‘মমতাকে জেতান’, তিন বছর পর প্রকাশ্য সভায় বিমল গুরুং

আরও পড়ুন: ৯ বছর পর গ্রামে ফিরলেন সুশান্ত ঘোষ, নতুন করে উজ্জীবিত সিপিএম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Human Trafficking Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE