Advertisement
১৭ মে ২০২৪

কালো কেরোসিন

রেশন দোকান থেকে নীলের বদলে কালো রঙের কেরোসিন তেল দেওয়া হচ্ছে। রেশন ডিলারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন কাশীপুর ব্লকের আগরডি গ্রামের বাসিন্দারা। কেরোসিনের সঙ্গে পোড়া মোবিল মিশিয়ে বিক্রি করছেন ডিলার, বিডিও-র কাছে এই মর্মে লিখিত অভিযোগও করেছেন তাঁরা। বিডিও মানসী ভদ্র চক্রবর্তী বলেন, ‘‘ব্লকের খাদ্য দফতরকে ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে। প্রশাসনও দেখছে।”

এমনই কালো কেরোসিন তেল নিয়ে ক্ষোভ।— নিজস্ব চিত্র

এমনই কালো কেরোসিন তেল নিয়ে ক্ষোভ।— নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাশীপুর শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০০:৪৪
Share: Save:

রেশন দোকান থেকে নীলের বদলে কালো রঙের কেরোসিন তেল দেওয়া হচ্ছে। রেশন ডিলারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন কাশীপুর ব্লকের আগরডি গ্রামের বাসিন্দারা। কেরোসিনের সঙ্গে পোড়া মোবিল মিশিয়ে বিক্রি করছেন ডিলার, বিডিও-র কাছে এই মর্মে লিখিত অভিযোগও করেছেন তাঁরা। বিডিও মানসী ভদ্র চক্রবর্তী বলেন, ‘‘ব্লকের খাদ্য দফতরকে ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে। প্রশাসনও দেখছে।”
আগরডি গ্রামের বাসুদেব মাহাতো, বিশ্বজিৎ মাহাতো, লাল্টু মাহাতোরা জানান, গ্রামের রেশন দোকান থেকে কালো রঙের কেরোসিন তেল দেওয়া হচ্ছে। কারণ জানতে চাইলে রেশন ডিলার ধরণীধর মাহাতো জানান, এখন এই কেরোসিনই আসছে। গ্রামবাসীদের অভিযোগ, ‘‘রেশন দোকান থেকে পাওয়া কেরোসিন বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখা যায় স্টোভ, লম্ফ, হ্যারিকেন কিছুই ঠিকমতো জ্বলছে না।’’ পরে অন্যত্র রেশন দোকানে খোঁজ নিয়ে গ্রামবাসীরা জানতে পারেন কালো নয় আগের মতোই নীল রঙের কেরোসিন দেওয়া হচ্ছে। তার পরেই সোমবার কয়েকজন গ্রামবাসী ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, রেশন ডিলার বেশি লাভের জন্য কেরোসিনের সঙ্গে পোড়া মোবিল মিশিয়ে বিক্রি করছেন। রেশন ডিলার অবশ্য বলেন, ‘‘কেরোসিন রাখার ড্রামি ফুটো হয়ে যাওয়ায় অন্য ড্রামে কেরোসিন রেখেছিলাম। ওই ড্রামে আগে মোবিল রাখা থাকত। তাই হয়তো কেরোসিনের সাথে কিছু মোবিল মিশে গিয়েছে। পুরোটাই অনিচ্ছাকৃত ঘটনা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Black Kerosene Distraction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE