Advertisement
০৩ মে ২০২৪

স্পিড ব্রেকার নিয়ে সমস্যা মুরারইয়ে

সাড়ে চার কিলোমিটারের বেশি রাস্তা। অথচ রাস্তার উপর জায়গায় জায়গায় নেই নেই করে ১৪টি স্পিড ব্রেকার রয়েছে। আর এর ফলে রাস্তায় স্বাভাবিক ভাবে যান চলাচল করা অসুবিধা হচ্ছে। নতুন সংস্কার হওয়া মুরারই থেকে আমরাপাড়া যাওয়ার রাস্তার উপর মুরারই থানার ধীতোড়া এবং দুলান্দি গ্রামের উপর রাস্তার এই হাল নিয়ে ক্ষোভ পূর্ত বিভাগের।

নিজস্ব সংবাদদাতা
মুরারই শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৪ ০০:০২
Share: Save:

সাড়ে চার কিলোমিটারের বেশি রাস্তা। অথচ রাস্তার উপর জায়গায় জায়গায় নেই নেই করে ১৪টি স্পিড ব্রেকার রয়েছে। আর এর ফলে রাস্তায় স্বাভাবিক ভাবে যান চলাচল করা অসুবিধা হচ্ছে। নতুন সংস্কার হওয়া মুরারই থেকে আমরাপাড়া যাওয়ার রাস্তার উপর মুরারই থানার ধীতোড়া এবং দুলান্দি গ্রামের উপর রাস্তার এই হাল নিয়ে ক্ষোভ পূর্ত বিভাগের। পূর্ত বিভাগের রামপুরহাট মহকুমা সহকারী বাস্তুকার প্রিয়ঙ্কর মাজি সোমবার এ ব্যাপারে রামপুরহাট মহকুমাশাসকের সঙ্গে দেখা করে রাস্তার অসুবিধার কথা তুলে ধরেন। পূর্ত দফতর সূত্রে জানা যায়, মুরারই থেকে ঝাড়খণ্ডের আমরাপাড়া যাওয়ার রাস্তার সাড়ে চার কিমির বেশি অংশ বীরভূমের মধ্যে পড়ে। মার্চ মাস থেকে সেই রাস্তা প্রায় তিন কোটি টাকা খরচ করে মেরামতির কাজ চলছে। ইতিমধ্যে মুরারই থানার ধীতোড়া এবং দুলান্দি গ্রামের ভিতর দিয়ে যাওয়া রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে। মুরারইয়ের ভিতরের অংশ সংস্কারের কাজ চলছে। প্রিয়ঙ্কর মাজির অভিযোগ, “ধীতোড়া গ্রামে দশটি এবং দুলান্দি গ্রামের ভিতর চারটি। গ্রামবাসীরা এজেন্সির লোককে দিয়ে জোর করে রাস্তার উপর একের পর এক স্পিড ব্রেকার তৈরি করিয়ে নিয়েছেন। এর ফলে রাস্তা সংস্কারের পর ভাল রাস্তায় স্বাভাবিক ভাবে যান চলাচল করতে পারছে না।” তিনি বলেন, “যেগুলি হয়েছে সেগুলি’র মধ্যে গুরুত্ব বুঝে দু-একটি রেখে বাকিগুলি ভেঙে ফেলার জন্য ব্লক প্রশাসনকে আগে জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ না নেওয়ায় মহকুমাশাসককে জানানো হয়েছে। রামপুরহাট মহকুমাশাসক উমাশঙ্কর এস বলেন, “এ ব্যাপারে বিডিওকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।” মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম বলেন, “মুরারই থেকে আমরাপাড়া যাওয়ার রাস্তায় ধীতোড়া এবং দুলান্দি গ্রামে যে সমস্ত স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে, আজ মঙ্গলবার সেগুলি এজেন্সি এবং পূর্ত দফতরের লোকজনের উপস্থিততে ভেঙে ফেলা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murarai speed breaker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE