Advertisement
০২ মে ২০২৪
SUCI

পাট নিয়ে গয়ালকে চিঠি এসইউসি-র

পাটের কালোবাজারি ও মজুতদারি চলছে এবং চাষিরা সরকারের ঘোষিত সহায়ক মূল্য পাচ্ছেন না বলে এসইউসি-র অভিযোগ।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২২ ০৮:৫৯
Share: Save:

কাঁচা পাটের মজুতদারি ও কালোবাজরি বন্ধ করা এবং পাট চাষিদের কাছে ন্যূনতম সহায়ক মূল্য পৌঁছনো নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের কাছে এ বার দাবি জানাল এসইউসি। কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেছেন, বাংলায় ১৬টি চটকল কাঁচা পাটের অভাব দেখিয়ে বন্ধ আছে এবং প্রায় ৫০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। গত বছর ভাল পাট উৎপাদন হওয়া সত্ত্বেও এখন চাষিদের হাতে পাট নেই। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীন জুট কমিশন ( জেসিআই) টন প্রতি ৬৫ হাজার টাকা সহায়ক মূল্য ধার্য করলেও তারা যে হেতু আর পাট কেনে না, কাঁচা পাটের বাজারের উপরে তাদের কোনও নিয়ন্ত্রণও নেই, তাই ওই ঘোষণা মূল্যহীন হয়ে পড়েছে। পাটের কালোবাজারি ও মজুতদারি চলছে এবং চাষিরা সরকারের ঘোষিত সহায়ক মূল্য পাচ্ছেন না বলে এসইউসি-র অভিযোগ। এই পরিস্থিতিতে কাঁচা পাটের রাষ্ট্রীয় বাণিজ্য চালু করা এবং পাট শিল্প বাঁচাতে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন চণ্ডীবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SUCI Piyush Goyal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE