Advertisement
১৮ মে ২০২৪

সুব্রতর কথা নিয়ে বিতর্ক এড়ালেন সুগত

যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তা দলীয় তরফে খণ্ডন করেনি তৃণমূল। মঙ্গলবার এ নিয়ে বিতর্ক এড়িয়ে যেতে চাইলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের চেয়ারম্যান তথা যাদবপুরের তৃণমূল সাংসদ সুগত বসুও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০৩:৪৭
Share: Save:

যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তা দলীয় তরফে খণ্ডন করেনি তৃণমূল। মঙ্গলবার এ নিয়ে বিতর্ক এড়িয়ে যেতে চাইলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের চেয়ারম্যান তথা যাদবপুরের তৃণমূল সাংসদ সুগত বসুও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, গত পাঁচ বছরে প্রেসিডেন্সির যে উন্নতি কাম্য ছিল তাই হয়েছে। আগামী দিনে আরও এগিয়ে যাবে প্রেসিডেন্সি।

দু’দিন আগে একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে সুব্রতবাবু বলেছিলেন, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ধরনের অপসংস্কৃতি চলছে, তা বন্ধ করতে অবিলম্বে সংস্কার প্রয়োজন। এই দুই বিশ্ববিদ্যালয়কে হৃত গৌরব ফিরিয়ে দিতে গেলে কেবল মেরামত করলে চলবে না, খোলনলচে বদলে ফেলতে হবে। সে জন্য দরকার হলে তিন বছর বন্ধ রাখা হোক এই দুই বিশ্ববিদ্যালয়কে। এখানেই না থেমে দুই বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়া সম্পর্কে সুব্রতবাবু এও বলেন,‘‘একটা রুমালে যতটুকু কাপড় থাকে, কেউ যদি ততটুকু কাপড় দিয়ে পোশাক বানিয়ে পরে, তবে তা অপসংস্কৃতি।’’

মন্ত্রীর ওই মন্তব্য নিয়েই সমালোচনার ঝড় উঠেছে সংস্কৃতি মহলে। এরই মাঝে মঙ্গলবার প্রেসিডেন্সি কলেজের মেন্টর গ্রুপের বৈঠক ছিল। কিন্তু বৈঠকের পর সুব্রতবাবুর মন্তব্য নিয়ে সুগত বসুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কেবল বলেন,‘‘২০১১ সালে যে অবস্থায় পেয়েছিলাম প্রেসিডেন্সিকে সেই অবস্থা থেকে অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়।’’ সুগতবাবুর পাশাপাশি বিতর্ক এড়িয়ে যেতে চান শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানের পর এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী বলেন,‘‘সুব্রত কোথায় কী বলেছেন তা নিয়ে কোনও মন্তব্যই করব না।’’ ঘনিষ্ঠ মহলে অবশ্য পার্থবাবু জানিয়েছেন, সুব্রতবাবু বলেছেন এটা তাঁর ব্যক্তিগত মত। প্রত্যেকেরই নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।

তবে শাসক দল থেকে প্রকাশ্যে আপত্তির স্বর শোনা না গেলেও সুব্রতবাবুর মন্তব্যের বিরোধিতা করছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। তিনি বলেন, ‘‘এত ভাল কাজ করছে প্রেসিডেন্সি কেন তা বন্ধ হয়ে যাবে? প্রেসিডেন্সির অন্দরে এমন কোনও কাজ ঘটে না যা মাইকে বলা যাবে না।’’ তা ছাড়া প়ড়ুয়াদের পোশাক নিয়ে সুব্রত-র মন্তব্য প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘‘কোনটা শ্লীল, কোনটা অশ্লীল তা একান্ত ব্যক্তিগত বিষয়। বিশ্ববিদ্যালয়কে বন্ধ না করার বদলে যদি মডেল বিশ্ববিদ্যালয় করে তোলার কথা বলতেন সেটাই বেশি ভাল হত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sugata Bose Subrata Mukherjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE