Advertisement
১৬ মে ২০২৪
Cyber Security

চিনা হ্যাকারদের মদতে বিঘ্নিত সাইবার নিরাপত্তা

ম্যান্ডিয়্যান্টের মুখ্য প্রযুক্তি অফিসার চার্লস কারমাকাল তাঁর ব্লগ পোস্টে জানান, বিশ্বের প্রায় ১৬টি দেশের নানা সরকারি সংস্থাকে নিশানা করে এসেছে এই হ্যাকাররা।

An image of hacker

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ০৮:৫০
Share: Save:

আরও এক বার সাইবার নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠল চিন সমর্থিত হ্যাকারদের বিরুদ্ধে। ম্যান্ডিয়্যান্ট নামে গুগলের এক সংস্থা খুব সম্প্রতি দাবি করেছে, বিশ্ব জুড়ে সাইবার চরবৃত্তির মাধ্যমে বিভিন্ন দেশের সংবেদনশীল এবং অতি গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে ওই হ্যাকাররা। আর গোটাটাই করা হয়েছে চিনের কমিউনিস্ট সরকারের সুবিধার জন্য। ভারতের কোনও সরকারি বিভাগের তথ্য হ্যাকারেরা ‘চুরি’ করেছে কিনা, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

ম্যান্ডিয়্যান্টের মুখ্য প্রযুক্তি অফিসার চার্লস কারমাকাল তাঁর ব্লগ পোস্টে জানান, বিশ্বের প্রায় ১৬টি দেশের নানা সরকারি সংস্থাকে নিশানা করে এসেছে এই হ্যাকাররা। সরকারি কর্মীদের ই-মেল হ্যাক করে হাতিয়ে নেওয়া হয়েছে অতি সংবেদনশীল তথ্য। নিশানা করা হয়েছে কিছু কিছু দেশের বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরকেও। চার্লস আরও জানাচ্ছেন, মে মাসে বিষয়টি প্রথমে নজরে আসে। তবে চিনের মদতপুষ্ট এই হ্যাকাররা গত অক্টোবর থেকেই তথ্য হাতানোর কাজ চালিয়ে আসছে।

জনপ্রিয় ই-মেল নিরাপত্তা ব্যবস্থা বারাকুডা সফ্‌টওয়্যারের কিছু ‘ছিদ্রপথ’ ব্যবহার করে বিভিন্ন দেশের সরকারি কর্মীদের ই-মেল হ্যাক করা হয়েছিল বলে জানিয়েছে ম্যান্ডিয়্যান্ট। গত ৬ জুন বারাকুডার তরফে জানানো হয় যে, তাদের ই-মেল নিরাপত্তা সংক্রান্ত কিছু অ্যাপ হ্যাক করা হয়েছে। চার্লসের ব্লগে আক্রান্তের তালিকায় মোট ১৬টি দেশের কথা বলা হলেও তাইওয়ান, হংকং এবং আমেরিকা ছাড়া কোনও দেশেরই নাম সে ভাবে উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, হ্যাকারদের নিশানায় ছিল, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং মধ্য প্রাচ্যের বেশ কিছু দেশের সরকারি সংগঠন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE