Advertisement
০২ মে ২০২৪
Britain

বাকিংহাম প্যালেসে চাকরি করতে চান? সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ খুঁজছেন ব্রিটেনের রানি

শুধু জানতে হবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের খুঁটিনাটি। আর জানতে হবে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নজরে উঠে আসার কৌশল।

ব্রিটেনের রানি এলিজাবেথ। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

ব্রিটেনের রানি এলিজাবেথ। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৭:০১
Share: Save:

চাইলে, আপনি এখনই পেয়ে যেতে পারেন ব্রিটেনের রাজপ্রাসাদের রাজকীয় চাকরি! শুধু জানতে হবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের খুঁটিনাটি। আর জানতে হবে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নজরে উঠে আসার কৌশল।

ব্রিটেনের রাজপরিবারের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, রানি এলিজাবেথের জন্য সোশ্যাল মিডিয়া বিশেষ়়জ্ঞ খোঁজা হচ্ছে। ‘দ্য রয়্যাল হাউসহোল্ড’ লিঙ্কড-ইন প্রোফাইলে পোস্ট করা হয়েছে বিজ্ঞাপন। সেখানে ‘হেজ অফ ডিজিটাল এনগেজমেন্ট’ পদে চাকরিপ্রার্থী খোঁজা হচ্ছে বলে জানানো হয়েছে।

কাজ করতে হবে সপ্তাহে পাঁচ দিন। সোম থেকে শুক্রবার। সপ্তাহে মোট সাড়ে ৩৭ ঘণ্টা কাজ করতে হবে। বছরে দেওয়া হবে ৪৫ থেকে ৫০ হাজার পাউন্ড। অর্থাৎ, ভারতীয় মু্দ্রায় প্রায় ৪৫ লক্ষ টাকার কাছাকাছি। বাকিংহাম প্যালেসেই প্রাইভেট সেক্রেটারির অফিসে বসে কাজটা করতে হবে।

চাকরিটা করতে পারবেন বুঝলে আবেদন করতে পারেন ২৪ ডিসেম্বরের মধ্যে। আবেদনপত্র বাছাইয়ের পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ২০২০-র জানুয়ারিতে।

আরও পড়ুন: দেখুন, অক্টোপাসের প্যাঁচ থেকে ঈগলটিকে কী ভাবে উদ্ধার করল জেলেরা

আরও পড়ুন: ‘ক্রীতদাসের দাম ঠিক কর’! পঞ্চম শ্রেণির ছাত্রকে এই ‘টাস্ক’ দিয়ে বিপাকে শিক্ষক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Britain Queen Job Social Media
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE