Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Viral

‘ক্রীতদাসের দাম ঠিক কর’! পঞ্চম শ্রেণির ছাত্রকে এই ‘টাস্ক’ দিয়ে বিপাকে শিক্ষক

সেই টাস্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

প্রতীকী ছবি- শাটারস্টক।

প্রতীকী ছবি- শাটারস্টক।

সংবাদ সংস্থা
মিসৌরি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১৭:১৯
Share: Save:

পঞ্চম শ্রেণির ছাত্রকে বৈষম্যমূলক টাস্ক দেওয়ার অভিযোগে প্রশাসনিক ছুটিতে পাঠানো হল আমেরিকার মিসৌরির এলিমেন্টারি স্কুলের এক শিক্ষককে। সেই টাস্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

মিসৌরির ব্লেডস এলিমেন্টারি স্কুলে পঞ্চম শ্রেণিতে এক পড়ুয়াকে অভিযুক্ত শিক্ষক যে টাস্ক দিয়েছিলেন তাতে লেখা ছিল—‘ক্রীতদাসের জন্য দাম ঠিক কর’। সেই টাস্ক ওই পড়ুয়ার বাড়ির লোকের নজরে আসে। তার পরই তাঁরা বিষয়টি জানান স্কুল কর্তৃপক্ষকে। পাশাপাশি লি হার্ট নামের তাঁদের এক পারিবারিক বন্ধু বিষয়টি পোস্ট করেন ফেসবুকে। যেটি ভাইরালও হয়।

স্কুল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসতেই নড়ে চড়ে বসেন তাঁরা। বিষয়টি নিয়ে জবাবদিহি করতে বলা হয় অভিযুক্ত শিক্ষককে। বর্তমানে অভিযুক্ত ওই শিক্ষককে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। অনভিপ্রেত এই বিষয়টি নিয়ে ক্ষমাপ্রার্থনা করে চিঠিও লিখেছেন ওই স্কুলের প্রিন্সিপাল।

দেখুন সেই পোস্ট—

আরও পড়ুন: পড়ন্ত শিশুকে বাঁচিয়ে নেটদুনিয়ায় ‘নায়ক’ হলেন দোকানের ম্যানেজার

আরও পড়ুন: দর্শকদের সামনেই চিড়িয়াখানা কর্মীর হাত কামড়ে নিল সিংহ, ভাইরাল ভয়ঙ্কর সেই ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral USA Student Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE